৭৮৪ দিন পর শতরানের দেখা পেলেন ল্যাথাম

by Sports Desk

দীর্ঘ বিরতির ৭৮৪ দিন ও ৭৯ ইনিংস পর আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির স্বাদ পেলেন নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তৃতীয় কিপার-ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন ল্যাথাম। আন্তর্জাতিক ক্রিকেটে এটি ২১তম সেঞ্চুরি তাঁর। সর্বশেষ সেঞ্চুরিটি ছিল ২০২২ সালের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে এই করাচিতেই।

Advertisements

২০০২ সালের আসরে ভারতের বিপক্ষে জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার ১৪৫ রান এবং ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা অপরাজিত ১৩৪ রানের ইনিংস খেলেছিলেন। তবে ওয়ানডেতে চলতি বছরের শুরুটা ল্যাথামের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। শ্রীলঙ্কার বিপক্ষে জানুয়ারিতে ১ রান করার পর টানা তিন ম্যাচে রানের খাতা খুলতে পারেননি তিনি। যা এই সংস্করণে টানা ডাকের তালিকায় যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ।

ইউএ / টিডিএস

You may also like