চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারতের একাদশে ছিলেন না উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্ত। পাকিস্তানের বিপক্ষেও তার খেলার সম্ভাবনা কম। এরই মধ্যে জ্বরে আক্রান্ত হয়েছেন ভারতের এই উইকেটকিপার। শনিবার (গতকাল) দলের অনুশীলনেও উপস্থিত ছিলেন না পন্ত। পরে সংবাদ সম্মেলনে এই খবরটি জানান শুভমান গিল।
শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টায় ভারতের অনুশীলন ছিল। সেখানে অন্যান্য ক্রিকেটাররা উপস্থিত থাকলেও পন্তকে দেখা যায়নি, যা নিয়ে জল্পনা শুরু হয়। এরপর শুভমান গিল সেই বিষয়ে মন্তব্য করে বলেন, ‘ঋষভ পন্তের জ্বর হয়েছে। তাই ও অনুশীলনে আসতে পারেনি। আমার কাজ হলো দলের বাকি ক্রিকেটারদের কাছে গিয়ে তাদের সঙ্গে কথা বলা। বিশেষত যারা নিয়মিত খেলার সুযোগ পাচ্ছে না।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের উইকেটকিপার কে হবেন, সেই প্রশ্ন অনেক আগে থেকেই উত্থাপিত হয়েছিল। তবে কোচ গৌতম গম্ভীর এরই মধ্যে জানিয়েছিলেন যে, কেএল রাহুলই তাদের প্রথম পছন্দ। প্রথম ম্যাচে সেটি স্পষ্ট দেখা গেছে। ফলে পন্তের অসুস্থতা ভারতের জন্য খুব একটা চিন্তার কারণ নয়, কারণ পাকিস্তান ম্যাচে রাহুলের খেলা প্রায় নিশ্চিত।
দুবাইয়ের মাঠে সাধারণত পরে শিশির পড়ার সম্ভাবনা থাকে, তবে পাকিস্তান ম্যাচে তা হওয়ার সম্ভাবনা কম মনে করেন শুভমান গিল। তার মতে,‘আমার মনে হয় না টস ম্যাচের ফলাফলে কোনো প্রভাব ফেলবে। তবে যারা পরে ব্যাট করবে তাদের চাপ বেশি।’
সুপ্তি / টিডিএস