কোহলির লেগ স্পিন দুর্বলতা নিয়ে গাঙ্গুলী কি বললেন?

স্পোর্টস ডেস্ক

সাম্প্রতিক সময়ে কোহলির ফর্ম তার পক্ষে অনুকূল নয়। দলের প্রত্যাশা অনুযায়ী তিনি ভালো পারফর্ম করতে পারছেন না। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেও সেই খারাপ ফর্ম অব্যাহত রেখেছেন কোহলি।

বাংলাদেশের বিপক্ষে ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি তিনি। টাইগারদের বিরুদ্ধে ৩৮ বলে মাত্র ২২ রান করে লেগ স্পিনার রিশাদ হোসেনের বলে আউট হন, যা তাকে সমালোচনার সম্মুখীন করেছে। তবে কোহলির এই কঠিন সময়ে তাকে সমর্থন জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গাঙ্গুলী বলেন, “কোহলি বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। সে সামর্থ্যবান এবং নিজের সমস্যাটা সমাধান করবে। পুরো ক্যারিয়ারে সে দারুণ করেছে এবং আন্তর্জাতিক ক্রিকেটে ৮১টি সেঞ্চুরি করেছে। কোহলির কিছু প্রমাণের প্রয়োজন নেই।”

অভিজ্ঞ কোহলি সম্প্রতি অফ-স্টাম্পের বাইরের বল এবং লেগ স্পিনারদের বিপক্ষে সমস্যায় পড়ছেন। সর্বশেষ বাংলাদেশ ম্যাচেও লেগ স্পিনার রিশাদ হোসেনের বলে আউট হয়েছেন। তবে গাঙ্গুলী বিশ্বাস করেন, কোহলি এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে সক্ষম হবেন।

এ প্রসঙ্গে গাঙ্গুলী বলেন, “পুরো ভারতই এটা নিয়ে কথা বলছে, কিন্তু ওয়ার্ক এথিক্সের দিক থেকে কোহলি সেরা খেলোয়াড়। সে জানে কী করতে হবে এবং সমস্যাটা নিজেই সমাধান করবে।”

 

সুপ্তি / টিডিএস

You may also like