চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের অবহেলা করতে চায় না পাকিস্তান। তাই আসরের নিরাপত্তা নিশ্চিত করতে ১২ হাজার পুলিশ সদস্যকে দায়িত্ব প্রদান করেছিল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে দায়িত্ব পালনে অনীহা দেখানোয় ১০০ পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) তথ্য অনুযায়ী, বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা পাঞ্জাবের বিভিন্ন শাখায় কর্মরত ছিলেন। তারা দীর্ঘ কর্মঘণ্টার চাপের কারণে দায়িত্ব পালন করতে অস্বীকার করেছেন।
পাঞ্জাব পুলিশের আইজিপি উসমান আনোয়ার জানান, ‘লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ও হোটেলের মধ্যে দলের যাতায়াতের সময় কড়া নিরাপত্তা থাকে। সেই কাজে যারা নিযুক্ত ছিলেন, তাদের অনেকে দায়িত্ব পালন করতে চাননি। কয়েক জন আবার কাজেই আসেননি। তাই তাদের বরখাস্ত করা হয়েছে। অন্য দায়িত্বে থাকা কয়েক জনকেও বরখাস্ত করা হয়েছে।’
এই ঘটনা আমলে নিয়ে উসমান আনোয়ার অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ইভেন্টের নিরাপত্তার ক্ষেত্রে অবহেলার কোনো সুযোগ নেই।’
পাকিস্তানে নিরাপত্তাজনিত কারণে ২৯ বছর পর আইসিসি ইভেন্ট আয়োজন করা হচ্ছে। যদিও সব দল খেলতে পাকিস্তান গেছে, তবে নিরাপত্তার কারণে ভারত তাদের ম্যাচগুলো দুবাইতে খেলছে। বাকি সব দল পাকিস্তানে খেলছে।
আয়োজক দেশ হিসেবে পাকিস্তান ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে, কারণ তারা নিজেদের প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ড ও ভারতের কাছে হেরেছে।
সুপ্তি / টিডিএস