পাকিস্তানের পিচ কতটা রানপ্রসবা হতে পারে, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার পুরো উদাহরণ পাওয়া গেছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই দুটি সেঞ্চুরি দেখা গিয়েছিল, যেখানে টম ল্যাথাম এবং উইল ইয়াং রানবন্যার সূচনা করেছিলেন।
এরপর পরবর্তী ম্যাচগুলোতে সেঞ্চুরি করেছেন বাংলাদেশের তাওহীদ হৃদয় এবং ভারতের শুভমান গিল। এরপর থেকেই নিয়মিত বিরতিতে সেঞ্চুরি দেখা গেছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। গতকাল সেই ধারায় সেঞ্চুরি করেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান এবং ইংল্যান্ডের জো রুট। এই সেঞ্চুরির মাধ্যমে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিটি সেঞ্চুরিয়ান ইতিহাসের অংশ হয়ে গেলেন।
ইব্রাহিম জাদরানের সেঞ্চুরি একাধিক রেকর্ড ভেঙে দিয়েছে। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রান করেছেন। একই সঙ্গে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে আইসিসি ইভেন্টে ১৫০ রান করা ইনিংস খেলেছেন। নিজের দেশের সাপেক্ষেও এটি তার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। তার সেঞ্চুরিই আসরের বাকি সেঞ্চুরিয়ানদের সঙ্গে মিলিয়ে নতুন একটি মাইলফলক তৈরি করেছে।
এটি এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির দশম সেঞ্চুরি, আর এবারে মোট ১১টি সেঞ্চুরি হয়েছে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ বাদ দিয়ে ৭টি ম্যাচে এই সেঞ্চুরি এসেছে, যা চ্যাম্পিয়ন্স ট্রফির এক আসরে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড। ২০০২ ও ২০১৭ সালে ১০টি সেঞ্চুরি হয়েছিল, কিন্তু এবার সেঞ্চুরির সংখ্যা ১১টি হয়েছে।
রান তাড়াতে নেমে জো রুটের সেঞ্চুরি পুরানো সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে। এবারের আসরে সবচেয়ে বেশি ৩টি সেঞ্চুরি এসেছে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের কাছ থেকে— উইল ইয়াং, টম ল্যাথাম এবং রাচিন রবীন্দ্র। ভারতের শুভমান গিল ও বিরাট কোহলি, ইংল্যান্ডের বেন ডাকেট ও জো রুট, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ থেকেও এসেছে সেঞ্চুরি।
একমাত্র পাকিস্তানই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো সেঞ্চুরি করতে পারেনি। আজ বাংলাদেশে বিপক্ষে তাদের শেষ ম্যাচ। প্রশ্ন হলো, পাকিস্তান কি অন্তত আজ তাদের এই আক্ষেপ দূর করতে পারবে?
সুপ্তি / টিডিএস