ভুল থেকে শিক্ষা নিতে চাই: শান্ত

by Sports Desk

দ্বিতীয় দফায় দুই হারে সেমিফাইনাল থেকে বাদ পড়া বাংলাদেশ এবার পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামার কথা ছিল। তবে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। আর এই পরিত্যক্ত ম্যাচের মাধ্যমে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ছিটকে যাওয়ার পর বাংলাদেশের প্রাপ্তি এক পয়েন্টই।

রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণে ম্যাচটি মাঠে না হওয়ায় হতাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমি খুবই হতাশ। আমরা সত্যিই ম্যাচটি খেলতে চেয়েছিলাম, কিন্তু আবহাওয়ার কারণে কিছুই করার ছিল না।’

Advertisements

হতাশাজনক পারফরম্যান্সের মধ্যেও ইতিবাচক বিষয় খুঁজে পেয়েছেন শান্ত। টাইগার কাপ্তান বলছিলেন, ‘আমরা যেভাবে দুটি ম্যাচে দীর্ঘ সময় ধরে লড়াই করেছি, তা আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। আমাদের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে। আমরা সঠিক পরিকল্পনা করব এবং তা কার্যকর করার চেষ্টা করব।’

ব্যাটিং বিভাগে ব্যর্থতার পরও দলের পেস বোলিং ইউনিট ভালো পারফর্মেন্স দেখিয়েছে, বিশেষ করে তরুণ পেসার নাহিদ রানা। শান্ত তার দলের পেস বোলিং উন্নতির কথা জানিয়ে বলেন, “সাম্প্রতিক বছরগুলোতে আমাদের পেস বোলিং বিভাগ অনেক উন্নতি করেছে। তিনি বলেন, ‘আমরা সবসময়ই ফাস্ট বোলিং নিয়ে লড়াই করেছি, তবে এখন অনেক পেসার উঠে আসছে। ঘরোয়া ক্রিকেটেও বেশ কয়েকজন ভালো পারফর্ম করছে। তাসকিন, রানা ভালো করছে, মুস্তাফিজ তো রয়েছেই। আমাদের একটি শক্তিশালী বোলিং আক্রমণ রয়েছে, আশা করি তারা দলের জন্য সেরাটা দেবে।’

ব্যাটিংয়ে স্ট্রাইক রোটেশন নিয়ে কাজ করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে শান্ত বলেন, ‘আমাকে নেটে আরও ভালো অনুশীলন করতে হবে। স্ট্রাইক রোটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি, দলের সবাই বুঝতে পারবে যে আমাদের কী করা প্রয়োজন।’

 

সুপ্তি / টিডিএস

You may also like