ফাইনালে আম্পায়ারের দায়িত্বে কারা থাকছেন?

by Sports Desk

রবিবার (৭ মার্চ) চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড। দুবাইয়ে অনুষ্ঠিত এই ম্যাচটি বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে। ইতোমধ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মেগা ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে।

ফাইনালে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংউথ ও অস্ট্রেলিয়ার পল রাইফেল। এটি ইলিংউথের টানা তৃতীয় আইসিসি টুর্নামেন্টের ফাইনাল, কারণ তিনি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন।

Advertisements

আইসিসি অভিজ্ঞ এই দুই আম্পায়ারের ওপর ভরসা রেখেছে। তারা দুজনই আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার। এই আসরের সেমি-ফাইনালেও তাদেরকে মাঠে দেখা গেছে। ভারত ও অস্ট্রেলিয়ার সেমি-ফাইনালে অন-ফিল্ড আম্পায়ার ছিলেন ইলিংউথ, আর পরবর্তী দিনে লাহোরে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সেমি-ফাইনালে ছিলেন রাইফেল।

তৃতীয় ও চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন ও শ্রীলঙ্কার কুমার ধার্মাসেনা। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার রাঞ্জান মাদুগালে।

 

সুপ্তি / টিডিএস

You may also like