চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা নামার প্রক্রিয়া চলছে, আর এখন শুধু শিরোপা নির্ধারণী ম্যাচ বাকি। আগামী রোববার ফাইনালে ভারতের বিরুদ্ধে মাঠে নামবে নিউজিল্যান্ড। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কিউই শিবিরে শঙ্কা। ফাইনালে ম্যাট হেনরি খেলতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
গত বুধবার সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফিল্ডিং করার সময় চোট পান হেনরি। হেনরিখ ক্লাসেনের ক্যাচ ধরতে গিয়ে মাটিতে পড়ে যান। ক্যাচটি ঠিকমতো ধরলেও চোটে পড়েন তিনি এবং মাঠ থেকে বের হয়ে যেতে হয় তাকে।
পুরো ১০ ওভার বল করতে পারেননি হেনরি ৭ ওভার বল করে ৪২ রান দিয়ে দুটি উইকেট নিয়েছিলেন।
ম্যাচের পর হেনরির চোট নিয়ে কথা বলতে গিয়ে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার আশাবাদী কোনো বার্তা দিতে পারেননি। তিনি বলেন, ‘ম্যাট হেনরির কাঁধের অবস্থা কেমন সেটা জানতে আরও অপেক্ষা করতে হবে। কাঁধ বেশ ফুলে আছে। অন্তত দু’দিন অপেক্ষা করতে হবে। দেখা যাক কী হয়।’
এদিকে হেনরির চোট নিয়ে আজ ইসপিএন ক্রিকইনফোকে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড বলেছেন, এখনো তারা নিশ্চিত নন সে খেলতে পারবে কিনা। তিনি বলেছেন, ‘এখনো আমরা কিছু বলতে পারছি না, শঙ্কা আছে।’
সুপ্তি / টিডিএস