বাংলাদেশি ব্লেড নামে হামজাকে স্বাগত শেফিল্ডের

by Sports Desk

হামজা চৌধুরীকে স্বাগত জানাতে শেফিল্ড ইউনাইটেড তার বাংলাদেশি পরিচয়কেই প্রাধান্য দিয়েছে।লেস্টার সিটি ছেড়ে দ্বিতীয় স্তরের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন বাংলাদেশের এই মিডফিল্ডার।

৩ সেকেন্ডের মধ্যে লাল-সবুজের পতাকা সহ প্রথম ভিডিওটি আপলোড করা হয়। এরপরই তাকে পরিচয় করানো হয় ‘বাংলাদেশি ব্লেড’ নামে।

বেশ অনেক দিন ধরেই আলোচনায় ছিল হামজা চৌধুরীর দলবদলের বিষয়টি। প্রিমিয়ার লিগের বদলে এবার তাকে দেখা যাবে ইংলিশ চ্যাম্পিয়নশিপে। মূল লক্ষ্য হবে নতুন দলকে ফের ইংলিশ ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে উঠিয়ে নিয়ে আসা।

শেফিল্ড ইউনাইটেড কোচ ক্রিস ওয়াইল্ডার বেশ আগে থেকেই হামজার খেলার ভক্ত ছিলেন। ২০২৩ সালে ওয়াটফোর্ডে খেলার সময় হামজাকে খুব পছন্দ করেছিলেন ওয়াইল্ডার। সে কারণে এবার এই বাংলাদেশি মিডফিল্ডারকে নিজের দলে ভিড়িয়েছেন তিনি।

দলে যোগ দেয়ার পর সাক্ষাৎকারে হামজা বলেন, “আমি দারুণ উচ্ছ্বসিত। বেশ কয়েক সপ্তাহ ধরেই আলোচনা চলছিল। আমি এই দলে যুক্ত হতে পেরে বেশ খুশি। মাঠে নামতে মুখিয়ে আছি।”

তিনি আরও জানান, “শেফিল্ড ইউনাইটেডকে প্রিমিয়ার লিগে ফেরানোর পথে সাহায্য করতে চাই।”

হামজা চৌধুরী (জন্ম: ১ অক্টোবর ১৯৯৭) একজন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের পেশাদার ফুটবল খেলোয়াড়।

ইউএ / টিডিএ

You may also like