বিসিসিআই সম্মাননা পেলেন ক্রিকেট কিংবদন্তি শচীন

by Sports Desk

বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেলেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার।

শনিবার (১ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁকে সিকে নাইডু আজীবন সম্মাননায় ভূষিত করা হয়। সম্মাননা গ্রহণ করতে গিয়ে তরুণ ক্রিকেটারদের পরামর্শ দিয়েছেন তিনি। প্রলোভন দূরে রেখে একমনে ক্রিকেট সাধনার গুরুত্ব তুলে ধরেছেন।

Advertisements

অনুষ্ঠানেই শচীন জানিয়েছেন, তার জীবনে মূল্যবোধের কতটা গুরুত্ব। তিনি বলেন, ‘নব্বইয়ের দশকে দু’বছর আমার ব্যাটের কোনো স্পন্সর ছিল না। তারপরও মদ বা তামাকের বিজ্ঞাপন করিনি। কারণ আমার জীবনে মূল্যবোধের বড় ভূমিকা রয়েছে। পরিবারের শিক্ষা সবসময় আমাকে সামনে নিয়ে যেতে সাহায্য করেছে।’

১৯৯৪ সাল থেকে ভারতের প্রথম অধিনায়ক সিকে নাইডুর নামে এই পুরস্কার দিয়ে আসছে বিসিসিআই। ৩১তম ক্রিকেটার হিসেবে এই সম্মাননা পেলেন শচীন টেন্ডুলকার। মাত্র ১৬ বছর বয়সে ১৯৮৯ সালে অভিষেক হওয়া শচীন ২০১৩ সালে অবসর নেন।

তিনি খেলেছেন ২০০ টেস্ট ও ৪৬৩ টি ওয়ানডে, যা দুই সংস্করণেই সর্বোচ্চ। এই দুই সংস্করণে সর্বোচ্চ রানও তাঁর। ওয়ানডেতে করেছেন ১৮,৪২৬ রান আর টেস্টে ১৫,৯২১। একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরি রয়েছে টেন্ডুলকারের।

ইউএ / টিডিএস

You may also like