ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তান

by Sports Desk

দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান।

বুধবার (১২ ফেব্রুয়ারি) করাচির জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ৩৫৩ রানের লক্ষ্য ৬ বল বাকি থাকতে পেরিয়ে যায় স্বাগতিকরা। ওয়ানডেতে রান তাড়ায় এটি পাকিস্তানের সবচেয়ে বড় জয়।

Advertisements

চতুর্থ উইকেট জুটিতে রীতিমতো অসাধ্য সাধন করেছে মোহাম্মদ রিজওয়ান ও আগা সালমান। তারা ২৬০ রানের জুটি গড়েছেন। যা পাকিস্তানের হয়ে ওয়ানডেতে যে কোনো উইকেটেই তৃতীয় সর্বোচ্চ। দুজনেই পেয়েছেন সেঞ্চুরি। ১২২ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রিজওয়ান। আর ১০৩ বলে ১৩৪ রান করেন সালমান।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে পাকিস্তান।

ইউএ / টিডিএস

You may also like