আপত্তিকর ভাষা ব্যবহার করায় নিষিদ্ধ লিভারপুল কোচ

by Sports Desk

প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ২-২ ড্র করেছে লিভারপুল। ম্যাচের শেষদিকে লাল কার্ড দেখেন লিভারপুল কোচ আর্না স্লট। ম্যাচ শেষে শাস্তি বাড়িয়ে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে।

ম্যাচের পর লিগ কর্তৃপক্ষ নিজেদের ওয়েবসাইটে বলেছে, ‘আপত্তিকর, অপমানজনক বা অশালীন ভাষা ব্যবহারের জন্য স্লটকে লাল কার্ড দেখান রেফারি মাইকেল অলিভার।’ দলটির পরের দুই ম্যাচ উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ও অ্যাস্টন ভিলার বিপক্ষে। এই দুই ম্যাচে নিষিদ্ধ থাকবেন স্লট।

Advertisements

গত ডিসেম্বরে হওয়ার কথা ছিল লিভারপুল-এভারটন ম্যাচ, তবে ঝড়ের কারণে তা বাতিল হয়। অবশেষে গতকাল ম্যাচটি অনুষ্ঠিত হয়, যেখানে লিভারপুল ২-১ গোলের লিড নিয়ে প্রায় জয় নিশ্চিত করেছিল। কিন্তু ৯০ মিনিটের পর যোগ করা ৫ মিনিটে এভারটন শেষ মুহূর্তের গোলে ম্যাচটি ২-২ সমতায় শেষ করে।

ম্যাচ শেষে নাটকীয় ঘটনা ঘটে। বাঁশি বাজতেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এভারটনের দুকুরে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন, এবং লিভারপুল কোচ স্লট ও সহকারী সিপকে হুলশফকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। পরে লিভারপুলের কার্টিস জোন্সও বহিষ্কার হন।

সুপ্তি / টিডিএস

You may also like