আজ চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে আতিফ

by Sports Desk

চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতে দুই দিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে।

পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, আজ সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ লাহোর দুর্গের দিওয়ান-ই আমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে।

Advertisements

এতে উপস্থিত থাকবেন একাধিক তারকা, আর প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন আতিফ আসলাম, যিনি চ্যাম্পিয়ন্স ট্রফির থিম সং গেয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে সম্ভবত তিনি সেই গানই পরিবেশন করবেন।

অনুষ্ঠানে রঙিন জগতের তারকাদের পাশাপাশি পিসিবি সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত থাকবেন।

ক্রিকেট ওয়ানসের খবর অনুযায়ী, উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার নাও হতে পারে, তবে এটি পিসিবির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখা যাবে।

টুর্নামেন্টটি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি থেকে। প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তান খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। পরদিন ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। দুই গ্রুপের ১২টি ম্যাচের পর সেমিফাইনাল হবে। দুটি গ্রুপ থেকে দুইটি করে মোট ৪টি দল সেমিতে উঠবে। প্রথম সেমিফাইনাল হবে ৪ মার্চ, দ্বিতীয় সেমি পরদিন। ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ মার্চ।

 

সুপ্তি / টিডিএস

You may also like