নাইট রাইডার্সে খেলবেন হেলস

by Sports Desk

নটিংহ্যামশায়ারের সঙ্গে প্রায় দেড় যুগের সম্পর্ক শেষ করে নতুন পথে পা বাড়াচ্ছেন অ্যালেক্স হেলস।

ইংলিশ গ্রীষ্মে টি-টোয়েন্টি ব্লাস্ট ও দা হান্ড্রেড টুর্নামেন্টে খেলবেন না তিনি। ইংল্যান্ডের আগ্রাসী এই ব্যাটসম্যান চুক্তি করেছেন নাইট রাইডার্সের সঙ্গে। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেট (এমএলসি) ও ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলবেন ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যান।

Advertisements

২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো হেলস বর্তমানে দুনিয়াজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অংশ নিচ্ছেন। সম্প্রতি তিনি বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ছয়টি ম্যাচ খেলেন। এরপর আইএল টি-টোয়েন্টিতে খেলেছেন। সংযুক্ত আরব আমিরাতের এই টুর্নামেন্টে কাইরন পোলার্ডকে ছাড়িয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় সফলতম ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

হেলস এক বিবৃতিতে বলেছেন, ভবিষ্যতে তিনি আবারও ফিরতে চান নটিংহ্যামশায়ারে।

ক্লাবের ডিরেক্টর অব ক্রিকেট মিক নিউয়েল জানিয়েছেন, হেলসের জন্য সবসময়ই দুয়ার খোলা রাখবেন তারা।

বর্তমানে ১৩ হাজার ৬১০ রান রয়েছে হেলসের। ক্রিস গেইলকে টপকে শীর্ষে উঠতে তার প্রয়োজন আরো ৯৫৩ রান।

ইউএ / টিডিএস

You may also like