আফগানিস্তানে নারী ক্রিকেট চালুর আহ্বান অধিনায়ক শহিদির

by Sports Desk

তালেবানদের আইনের বিরোধিতা করে কথা বলেছেন দেশটির পুরুষ দলের অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদিও।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে আফগানিস্তান। ম্যাচের আগে শাহিদি বলেছেন, ‘হ্যাঁ (আফগান নারীদের খেলায় সমর্থন আছে) সবাই চায় সবাইকে খেলতে দেখতে।’

‘আগেও যেমন একজনের প্রশ্নের উত্তরে বললাম, রাজনীতি ও এই সংক্রান্ত ব্যাপারগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা স্রেফ ক্রিকেট খেলোয়াড়। মাঠের ভেতরের ব্যাপারগুলিই কেবল আমাদের নিয়ন্ত্রণে থাকে। মাঠই আমাদের জায়গা এবং সেখানে নেমে খেলার সময় আমরা সবসময় শতভাগ দেওয়ার চেষ্টা করি।’-যোগ করেন তিনি।

শেষ পর্যন্ত বোর্ড ম্যাচ খেলার সিদ্ধান্ত প্রসঙ্গে শাহিদি বলেন, ‘আমরা স্রেফ ক্রিকেট খেলোয়াড়, আমরা ক্রীড়াবিদ। মাঠের ভেতরের ব্যাপারই কেবল আমাদের হাতে আছে। মাঠের বাইরের ব্যাপার নিয়ে আমরা চিন্তিত নই। নিজের আত্মবিশ্বাসে ধাক্কা লাগার মতো কিছু করতে পারি না আমরা। ভালোভাবে নেট সেশন করি, কঠোর পরিশ্রম করি ও মাঠে নেমে কঠিনভাবে খেলার চেষ্টা করি। আমরা সেটাই ভাবছি এবং মাঠের ভেতরে যা করা যায় আমরা কেবল সেটাই করতে পারি।’

কিছুদিন আগে আফগান নারীদের নার্সিং কোর্স বন্ধ করে দেয় তালেবানরা। এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছিলেন রাশিদ খান-মোহাম্মদ নাবিরা। এ প্রসঙ্গে আফগানিস্তানের কো জোনাথন ট্রট বলেন, ‘এই ছেলেরা অবশ্য সাহসী। কোনটি ভুল আর কোনটি ঠিক তারা তা জানে। তাদের জন্য পরিস্থিতি সত্যিই ‘ট্রিকি।”

তিনি আরও বলেন, ‘তারা জানে কাদের হয়ে তারা খেলছে এবং প্রতিনিধিত্ব করছে। দেশে মানুষের মুখে হাসি ফোটাতে ওরা কঠোর পরিশ্রম করে এবং ছেলেরা দারুণ সাহসী, তাড়না প্রবল ও গর্বিত এটা করতে পেরে। তবে এটাও তারা জানে কিছু ব্যাপার ঠিক হচ্ছে না।’

ইউএ / টিডিএস

You may also like