ম্যানসিটিতে নতুন মেসির অভিষেক

by Sports Desk

গত বছর গতি, ড্রিবলিং ও দুর্দান্ত ফিনিশিং দক্ষতা দিয়ে আর্জেন্টাইন তরুণ ক্লদিও এচেভেরি নজর কেড়েছিলেন। তাকে লিওনেল মেসির সঙ্গে তুলনা করা হচ্ছিল। তার প্রতিভার ঝলক ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার দৃষ্টি আকর্ষণ করে।

এচেভেরির সঙ্গে চুক্তি করে ম্যানসিটি গত বছর তাকে ১২.৫ মিলিয়ন পাউন্ডে কিনেছিল এবং আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটে ধারে পাঠিয়েছিল। যাতে তিনি নিয়মিত খেলার সুযোগ পেয়ে নিজের দক্ষতা আরও বাড়াতে পারেন।

Advertisements

এবার আনুষ্ঠানিকভাবে ম্যানসিটি যোগ দিয়েছেন এচেভেরি। এই তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার পেপ গার্দিওলার অধীনে অভিষেকের অপেক্ষায় আছেন।

ম্যানসিটির জার্সি হাতে নিয়ে এচেভেরি বলেন, ‘আমার স্বপ্ন ছিল বড় একটা ক্লাবে খেলার। আমি এখন ওই স্বপ্নের দ্বারপ্রান্তে। ম্যানসিটি শুধু ট্রফির বিচারে নয় খেলার সৌন্দর্য বিচারে বর্তমান বিশ্বের অন্যতম সেরা ক্লাব।’

১৯ বছর বয়সী এচেভেরি জানান, মেসি সবসময় তার আদর্শ। তবে ম্যানসিটি’তে যোগ দেওয়ার আগে তিনি সার্জিও আগুয়েরোর সঙ্গে কথা বলেছেন। তার থেকে পরামর্শ নিয়েছেন। ম্যানসিটির সঙ্গে তার সাড়ে চার বছরের চুক্তি হয়েছে।

সম্প্রতি শেষ হওয়া শীতকালীন দলবদলে ম্যানসিটি ২০০ মিলিয়ন ইউরো খরচ করেছে। ব্রাজিলের তরুণ ডিফেন্ডার ভিতর রেইস, উজবেকিস্তানের ডিফেন্ডার আব্দুকদির খুশনভ, মিশরের স্ট্রাইকার ওমর মারমৌশ এবং আর্জেন্টাইন মিডফিল্ডার নিকো পাজকে কিনেছে সিটিজেনরা।

 

সুপ্তি / টিডিএস

You may also like