ভারতের জন্য বুমরাহ দিলেন বড় সুখবর

by Sports Desk

চোটের কারণে চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সেরা পেসার জাসপ্রীত বুমরাহকে ছাড়া খেলতে হচ্ছে দলকে। তবে এই টুর্নামেন্টের মাঝেই সুখবর দিলেন বুমরাহ। চোট পাওয়ার ৫৫ দিন পর আবারও বোলিং শুরু করেছেন তিনি।

বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) অনুশীলন শুরু করেছেন বুমরাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি তার বোলিংয়ের একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে তিনি নেটে বোলিং করছেন। তার পাশে একজন সাপোর্ট স্টাফ রয়েছেন, যিনি তার বোলিং পর্যবেক্ষণ করছেন।

বোলিং শুরু করলেও ভিডিও দেখে বোঝা যাচ্ছে, ছন্দে ফিরতে কিছুটা সময় লাগবে। মাঝে মাঝে সাপোর্ট স্টাফের সঙ্গে বোলিং নিয়ে আলোচনা করছেন বুমরাহ। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রতি দিন উন্নতি করছি।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্টের প্রথম ইনিংসে পিঠে চোট পান বুমরাহ, এরপর দ্বিতীয় ইনিংসে আর বোলিং করেননি। ৩ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিরতির পর এখন আবার অনুশীলনে ফিরে এসেছেন তিনি।

 

সুপ্তি / টিডিএস

You may also like