জয়ের ধারায় কোয়ার্টার ফাইনালে অ্যাস্টন ভিলা

by Sports Desk

কার্ডিফ সিটির বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে অ্যাস্টন ভিলা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) নিজেদের মাঠে কার্ডিফকে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা। দলের হয়ে জোড়া গোল করেছেন স্প্যানিশ স্ট্রাইকার মার্কো আসেন্সিয়ো।

Advertisements

ঘরের মাঠে শুরু থেকেই কার্ডিফ সিটির বিপক্ষে আধিপত্য দেখায় অ্যাস্টন ভিলা। ম্যাচে ৬৮ শতাংশ বল পজেশন রেখে অন টার্গেটে নেয় ১০টি শট। অফ টার্গেটে শট নেয় আরও ৬টি। কোনো শটই জালের ঠিকানা খুঁজে পায়নি। ফলে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল।

বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে স্বাগতিকরা। অবশেষে ৬৮তম মিনিটে জয়ের পথ খুঁজে পায় অ্যাস্টন ভিলা। র‍্যাশফোর্ডের অ্যাসিস্টে গোল করে দলকে এগিয়ে নেন স্প্যানিশ ফরোয়ার্ড মার্কো আসেন্সিয়ো।

৮০তম মিনিটে আসে অ্যাস্টন ভিলার দ্বিতীয় গোল। এবার লিয়ন বেইলির পাস থেকে আবারও কার্ডিফের জালে বল পাঠান মার্কো আসেন্সিয়ো। এই জয়ের মাধ্যমে প্রথম দল হিসেবে টুর্নামেন্টের শেষ আটে জায়গা করে নিলো উনাই এমেরির দল।

ইউএ / টিডিএস

You may also like