পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াডে বড় পরিবর্তন

by Sports Desk

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর নতুন সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান। চলতি মাসের মাঝামাঝি সময়ে তারা নিউজিল্যান্ডে দুই ফরম্যাটের সিরিজ খেলতে উড়াল দেবে। এই সিরিজে বাবর ও রিজওয়ানের মতো সিনিয়র ক্রিকেটাররা বাদ পড়ার গুঞ্জন শোনা গেলেও, তারা ওয়ানডে স্কোয়াডে স্থান পেয়েছেন।

মঙ্গলবার (৪ মার্চ) কিউইদের বিপক্ষে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি। এই সিরিজে দুই দল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে বাবর ও রিজওয়ানদের ছাড়াই খেলেছিল পাকিস্তান। এবার কিউইদের বিপক্ষে সালমান আলি আগা টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন, এবং শাদাব খান সহকারী অধিনায়ক হিসেবে ফিরবেন।

Advertisements

ওয়ানডে স্কোয়াডে বাবর ও রিজওয়ান থাকলেও, শাহিন আফ্রিদি ও হারিস রউফের মতো দুই প্রধান পেসার জায়গা পাননি। নাসিম শাহ ওয়ানডে দলে থাকলেও, টি-টোয়েন্টি স্কোয়াডে তাকে রাখা হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের স্কোয়াডে ব্যাপক পরিবর্তন আসবে, এমনটি আগেই অনুমান করা হয়েছিল, এবং এবারের স্কোয়াডে সেই পরিবর্তন স্পষ্ট হয়েছে। দুই ফরম্যাটের স্কোয়াডে জায়গা পেয়েছেন আইসিসি মেগা আসরে ভালো খেলা অলরাউন্ডার খুশদিল শাহ।

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড : হাসান নেওয়াজ, ওমাইর ইউসুফ, মোহাম্মদ হারিস, আবদুল সামাদ, সালমান আলি আগা (অধিনায়ক), ইরফান নিয়াজি, খুশদিল শাহ, শাদাব খান, আব্বাস আফ্রিদি, জাহানদাদ খান, মোহাম্মদ আলি, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ ও উসমান খান।

পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড : মোহম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলি আগা, আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, আকিফ জাভেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ আলি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, ইরফান নিয়াজি, নাসিম শাহ, সুফিয়ান মুকিম, তৈয়ব তাহির।

 

সুপ্তি / টিডিএস

You may also like