কোহলির ব্যাটে ভাঙল সাকিবের বিশ্বরেকর্ড

by Sports Desk

৮৪ রানের ইনিংস খেলে বাংলাদেশের সাকিব আল হাসানের এক বিশ্বরেকর্ডও পেছনে ফেলেছেন কোহলি।

মঙ্গলবার (৪ মার্চ) ওয়ানডে ক্রিকেটে রান তাড়া করতে নেমে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বিরাট কোহলি। রান চেজের ক্ষেত্রে ওয়ানডি ফরম্যাটে তার চেয়ে বেশি রান রয়েছে কেবল শচীন টেন্ডুলকারের। কোহলির এমন একটি দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে আগুন ধরিয়ে দেন তিনি। দুবাইয়ে বিরাটের ব্যাটে আসে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস যা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই অস্ট্রেলিয়ার বিদায় নিশ্চিত করে দেয়।

আইসিসির ওয়ানডে ইভেন্টে (বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি) রান তাড়া করতে নেমে ১০ বার পঞ্চাশ রান পেরোনো ইনিংস খেলেছিলেন সাকিব আল হাসান। এতদিন পর্যন্ত সেটিই ছিল সর্বোচ্চ রেকর্ড। যা সাকিব ভাগাভাগি করছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী শিবনারায়ণ চন্দরপলের সঙ্গে।

অসংখ্য রেকর্ডের মাঝে আরেকটি কীর্তি হারালেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। মঙ্গলবার সেই রেকর্ডের নতুন মালিক হয়েছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি।

ইউএ / টিডিএস

You may also like