পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ ইউসুফ

by Sports Desk

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আসলামের জায়গায় নতুন ব্যাটিং কোচ হিসেবে ইউসুফকে নিয়েছে।

ঘরের মাঠে বাজে পারফরম্যান্সের পর এবার তাদের কোচিং প্যানেলেও এসেছে পরিবর্তন। নতুন ব্যাটিং কোচ নিয়োগ দিয়েছে পিসিবি। আসলামের জায়গায় নতুন ব্যাটিং কোচ হিসেবে নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন ইউসুফ।

Advertisements

এতদিন পিসিবির হাই পারফরম্যান্স সেন্টারে ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন মোহাম্মদ ইউসুফ। এবার তিনি পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন। আসন্ন নিউজিল্যান্ড সফরেই জাতীয় দলের হয়ে কোচিং যাত্রা শুরু করবেন ইউসুফ।

২০২২ সালেও জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। এছাড়া পাকিস্তানের নির্বাচক ও অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের দায়িত্বেও ছিলেন তিনি।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হতাশ করেছে পাকিস্তান। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে বাবর-রিজওয়ানদের। পুরো টুর্নামেন্টজুড়েই ব্যাটিং ব্যর্থতা ভুগিয়েছে দলকে।

ইউএ / টিডিএস

You may also like