২০২৭ বিশ্বকাপে থাকবেন কিনা জানালেন রোহিত

by Sports Desk

২০২৭ বিশ্বকাপে খেলবে কি না সেটা এখনই জানাতে চান না বলে জানিয়েছেন রোহিত নিজেই।

ফাইনাল শুরুর আগের দিন থেকেই রোহিত শর্মার অবসর নিয়ে গুঞ্জন শুরু হয়। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর তিনি অবসর নেন। তাই রবিবার (৯ মার্চ) চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরও অবসর নেবেন কিনা এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে।

দুবাইয়ে ট্রফি সামনে রেখে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এক দিনের ক্রিকেট থেকে এখনই অবসর নিচ্ছেন না। তবে সম্প্রচারকারী চ্যানেলে এক সাক্ষাৎকারে রোহিত শর্মা কিছুটা রহস্যপূর্ণভাবে ২০২৭ বিশ্বকাপে খেলার বিষয়ে মন্তব্য করেন। তিনি জানান, এখনও সিদ্ধান্ত নেননি যে ওই বিশ্বকাপে খেলবেন কিনা।

ফাইনালে ম্যাচ শেষ রোহিত ‘জিয়োহটস্টারে’ বলেছেন, ‘পরিস্থিতি যেমন আসবে তেমন ভাবে সেটাকে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। খুব বেশি দূরে তাকানো উচিত হবে না। এই মুহূর্তে আমার লক্ষ্য হল ভাল খেলা এবং সঠিক মানসিকতা বজায় রাখা। কোনও সীমারেখা টানতে চাই না। তাই ২০২৭ বিশ্বকাপে খেলব কি না সেটাও এখন জানাতে চাই না। এই মুহূর্তে কোনও মন্তব্য করা ঠিক হবে না।’

ভবিষ্যতে খুব বেশি তাকাতে চান না জানিয়ে রোহিতের মন্তব্য, ‘নিজের ক্রিকেটজীবনে বরাবর এক-একটা ধাপ নিয়ে এগোতে ভালবাসি। ভবিষ্যতের দিকে খুব বেশি তাকাতে চাই না। অতীতেও কখনও এই কাজ করিনি। এখন আমি নিজের ক্রিকেট উপভোগ করছি। দলের সময়টা উপভোগ করতে চাই। আশা করি সতীর্থেরাও আমার উপস্থিতিতে খুশি হবে। সেটাই আসল।’

ইউএ / টিডিএস

You may also like