রোনালদোর জাদুতে আল নাসরের দুর্দান্ত জয়

by Sports Desk

ঘরের মাঠে আল খুলুদের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে সৌদি ক্লাব আল নাসর।

শুক্রবার (১৪ মার্চ) রাতে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এই জয়ের পরও অবশ্য সৌদি প্রো লিগে তিন নম্বর পজিশনে রয়েছে রোনালদোর দল।

Advertisements

আল খুলুদের বিপক্ষে জয় তুলে নেওয়ার পর ২৫ ম্যাচ শেষে আল নাসরের পয়েন্ট দাঁড়িয়েছে ৫১। শীর্ষস্থান ধরে রেখেছে আল ইত্তিহাদ, সমান ম্যাচে তাদের সংগ্রহ ৬১ পয়েন্ট। অর্থাৎ শীর্ষ দলের সঙ্গে রোনালদোর ক্লাবের ব্যবধান ১০ পয়েন্ট। ২৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আল হিলাল।

ম্যাচের শুরুতেই গোলের সূচনা করেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। মাত্র চতুর্থ মিনিটেই জালের দেখা পান তিনি। যা তার ফুটবল ক্যারিয়ারের ৯২৮তম গোল।

প্রথমার্ধেই আরও দুটি গোল পায় আল নাসর। ২৬তম মিনিটে গোল করেন সাদিও মানে। এরপর ৪১তম মিনিটে কলম্বিয়ান তারকা জন ডুরান দলের তৃতীয় গোলটি করেন। তবে দ্বিতীয়ার্ধে ৫৬তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় নওয়াফ বউশালকে। ফলে ১০ জনের দলে পরিণত হয় আল নাসর।

৭২তম মিনিটে আল নাসরের আলি লাজামির আত্মঘাতী গোলে আল খুলুদ ব্যবধান কমায়। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোর দল।

এদিকে উয়েফা নেশন্স কাপের কোয়ার্টার ফাইনালের জন্য পর্তুগাল জাতীয় দলে ডাক পেয়েছেন রোনালদো। ডেনমার্কের বিপক্ষে দুই লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ মার্চ।

ইউএ / টিডিএস

You may also like