এগিয়ে গিয়েও পথ হারাল ম্যানচেস্টার সিটি

by Sports Desk

ম্যাচটি ২-২ গোলে ড্র হয়ে ব্রাইটনের বিপক্ষে লড়াই করেও জয় পেল না ম্যানচেস্টার সিটি।

শনিবার (১৫ মার্চ) ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যানচেস্টার সিটি ম্যাচটি ড্র করায় তাদের চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী মৌসুমে খেলার আশা আরও কঠিন হয়ে গেল। দুইবার লিড নেওয়ার পরও জয় নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় সিটি এখন পঞ্চম স্থানে রয়েছে। সমান পয়েন্ট নিয়ে ব্রাইটনও তাদের পাশে আছে।

১১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যানসিটিকে এগিয়ে দেন আর্লিং হলান্ড। এটি ইংলিশ প্রিমিয়ার লিগে তার ৯৪তম ম্যাচে করা ৮৪তম গোল। তবে ২১ মিনিটে গোল হজম করে সিটি। ম্যাচের স্কোরলাইন হয় ১-১। এরপর ৩৯ মিনিটে ওমার মারমউশের দুর্দান্ত গোলে আবার লিড নেয় তারা (২-১)।

কিন্তু দ্বিতীয়ার্ধের তিন মিনিটে আবদুলকদির খুশানভের আত্মঘাতী গোলের ফলে (২-২) জয় হাতছাড়া হয় ম্যানসিটির। ২৯ ম্যাচ শেষে ৪৮ পয়েন্ট নিয়ে পেপ গার্দিওলার দল পঞ্চম স্থানে রয়েছে যা তাদের চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জনকে আরও অনিশ্চিত করে তুলেছে।

ইউএ / টিডিএস

You may also like