অবসরের গুঞ্জন নিয়ে কোহলির প্রতিক্রিয়া

by Sports Desk

অনেকেই ধারণা করছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির পর হয়তো ক্রিকেটকে বিদায় জানাবেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়ে কোহলি জানান, “আমি কোনো ঘোষণা দিচ্ছি না, এখনও খেলতে ভালোবাসি।”

গত শনিবার (১৫ মার্চ) তার আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একটি অনুষ্ঠানে কোহলি বলেন, “যতদিন খেলার প্রতি আনন্দ ও ভালোবাসা থাকবে, ততদিন আমি খেলা চালিয়ে যাব।”

তিনি বলেন, “ঘাবড়াবেন না, আমি কোনো ঘোষণা দিচ্ছি না। সব কিছু এখন পর্যন্ত ঠিক আছে। আমি এখনও খেলাটা খেলতে ভালোবাসি।”

কোহলি আরও বলেন, “আমি অর্জনের জন্য খেলা খেলি না, খেলা খেলি নিখাদ আনন্দ, তৃপ্তি এবং ভালোবাসা থেকেই। যতদিন সেই ভালোবাসা থাকবে, আমি খেলা চালিয়ে যাব। এই বিষয়ে আমাকে নিজের সঙ্গে সৎ থাকতে হবে।”

আগামী শনিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে কোহলির দলের আইপিএল অভিযান।

You may also like