৭২ ঘণ্টার বিরতি না দিলে ম্যাচ বয়কট করবে আনচেলত্তি

by Sports Desk

কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, দুটি ম্যাচের মধ্যে ৭২ ঘণ্টার বিরতি না দিলে তার দল ম্যাচ বয়কট করবে।

বুধবার (১২ মার্চ) চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকোর ম্যাচ শুরু হয় স্থানীয় সময় রাত ৯টায়। নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। দুই ঘণ্টারও বেশি সময়ের এই ম্যাচের সঙ্গে ছিল দুটি বিরতিও। শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ানো খেলা শেষ হয় মধ্যরাতে।

Advertisements

এরপর মাত্র ৭২ ঘণ্টারও কম বিরতিতে রিয়ালের পরবর্তী ম্যাচ শুরু হয় শনিবার (১৫ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৬:৩০টায়। টানা ব্যস্ত সূচির কারণে খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন রিয়াল কোচ। শুধু বিরক্তিই নয়, তিনি রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন।

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে রিয়াল মাদ্রিদ কোচ ক্লাবের অবস্থান তুলে ধরে বলেন, ‘আজই শেষবারের মতো ৭২ ঘণ্টার মধ্যে খেলতে নামলাম। ৭২ ঘণ্টার বিশ্রাম না দিলে আর খেলব না। ম্যাচের সময় বদলানোর জন্য লা লিগাকে আমরা দুবার বলেছি। কিন্তু তারা কিছু করেনি। এটাই শেষ বার।’

৭২ ঘণ্টার বিরতি না থাকলে রিয়াল আসলেই কি খেলবে না জানতে চাইলে তিনি বলেন, ‘না, কোনোমতেই খেলব না।’

ইউএ / টিডিএস

You may also like