ইতালির দুর্দান্ত কামব্যাক ব্যর্থ, সেমিতে জার্মানি

by Sports Desk

নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ইতালি এবং জার্মানি।

সোমবার (২৪ মার্চ) সিগন্যাল ইদুনা পার্কের বিখ্যাত ইয়েলো ওয়াল পুরোপুরি ছিল সাদা জার্সির দখলে। যেখানে ৮১ হাজার দর্শক উপস্থিত ছিলেন। ডর্টমুন্ড শহরের এই মাঠ তার বিখ্যাত ফুটবলীয় উন্মাদনার জন্য পরিচিত এবং আজও তা প্রমাণিত হয়েছে। দুই দল মিলে ৬টি গোল করেছে এবং ম্যাচটি ড্র হয়েছে।

Advertisements

আগের লেগে ২-১ গোলে জয় লাভের সুবাদে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে জার্মানি। ২০০৬ বিশ্বকাপের সেমিফাইনালে এই একই মাঠে ফ্যাবিও গ্রোসো ও আলেহান্দ্রো দেল পিয়েরোর গোলে জার্মানিকে ২-০ হারিয়ে ফাইনালে উঠেছিল ইতালি। ১৯ বছর পর একই মাঠে দুর্দান্ত খেলেও তাদের হার মেনে নিতে হলো।

ম্যাচের ফলাফল জার্মানির পক্ষে গেলেও দুর্দান্ত খেলে ইতালি মন জিতে নিয়েছে। প্রথমার্ধে ৩-০ গোলে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ৩-৩ গোলে অসাধারণ কামব্যাক দেখিয়েছে লুসিয়ানো স্প্যালেত্তির শিষ্যরা।

ম্যাচ অতিরিক্ত সময়ে যেতে ইতালির আরও এক গোল দরকার ছিল। তবে বেশ কিছুক্ষণ খেলা চললেও কোন দলই গোল পায়নি। এর মাধ্যমে সেমিফাইনাল নিশ্চিত করে জার্মানি।

ইউএ / টিডিএস

 

You may also like