বিশ্বকাপ জিতেই অবসরে যেতে চান মার্টিনেজ

by Sports Desk

টানা দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপা জিতলে জাতীয় দল থেকে অবসর নেবেন, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা এমিলিয়ানো মার্টিনেজ।

ব্রাজিলের বিপক্ষে দাপুটে জয়ের পর এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন তিনি। মার্টিনেজ বলেন প্রথম শিরোপা জয়ের আনন্দ সব শিরোপার চেয়ে আলাদা।

Advertisements

এমিলিয়ানো মার্টিনেজ বলেন, ‘যথেষ্ট হয়েছে আর নয়, অবসরে চলে যাবো। টানা দুইবার বিশ্বকাপ জেতা সাধারণ বিষয় নয়। আমাদের তরুণ খেলোয়াড়দের জন্য জায়গা তৈরি করে দিতে জাতীয় দলকে বিদায় বলে দিবো।’

টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের অনুভূতিটাই বা কেমন হবে সেই বিষয়ে আর্জেন্টাইন গোলরক্ষক বলেন, ‘২০২২ বিশ্বকাপের অনুভূতির মতো কিছুই হবে না। আমরা সবাই আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে দেখেছি। আমি জন্মের পর থেকে এটা দেখিনি। এখন সাত বছরের একটা বাচ্চাও জানে সে কী অনুভব করেছে। আপনি খুশি হবেন, উদযাপনও করবেন কিন্তু আগের মতো অনুভূতি আর আসবে না।’

ইউএ / টিডিএস

You may also like