মেসির হয়ে লড়তে প্রস্তুত তার বডিগার্ড

by Sports Desk

লিওনেল মেসির সঙ্গে বেশ কয়েক মাস ধরে বিতর্ক চলছে মার্কিন বক্সার ও ইউটিউবার লগান পলের। দুই পক্ষই আইনের আশ্রয় নিয়েছে, হয়েছে পাল্টাপাল্টি মামলা। এরপর পল মেসিকে বক্সিং রিংয়ে লড়াইয়ের প্রস্তাব দেন।

এই বিরোধের সূত্রপাত একটি পানীয় নিয়ে। ২০২২ সালে ব্যবসায়িক অংশীদার কেএসআইয়ের সঙ্গে মিলে ‘প্রাইম’ নামে একটি পানীয় বাজারজাত শুরু করেন লগান পল। এরপর ২০২৩ সালের জুনে মেসিও নিজের ‘মাস+’ নামে একটি পানীয় ব্র্যান্ড নিয়ে আসেন।

তবে দুই পানীয়র প্যাকেজিং ও ডিজাইন বেশ মিল থাকায় ক্রেতাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। বিষয়টি নজরে আসার পর মেসি প্রতিযোগিতা বিরোধী আচরণের অভিযোগ এনে ‘প্রাইম’-এর বিরুদ্ধে মামলা করেন।

পলও চুপ থাকেননি। তিনি পাল্টা মামলা করেন মেসির বিরুদ্ধে, যুক্তি দেন যে তার ‘প্রাইম’ ব্র্যান্ডটি আগে প্রতিষ্ঠিত। পুরো ঘটনা ব্যাখ্যা করে নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। সেখানেই মেসিকে রিংয়ে লড়ার প্রস্তাব দিয়ে বলেন যদি মেসি তার চ্যালেঞ্জ গ্রহণ করেন তবে তিনি মামলা তুলে নেবেন।

পল বলেন, “আমি শপথ করছি যদি মেসি রিংয়ে আমার সঙ্গে বক্সিংয়ে লড়েন তবে মামলা তুলে নেব। রিংয়ে দেখা হবে ভাই!”

এই চ্যালেঞ্জের বিষয়ে মেসি এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি, তবে সাড়া দিয়েছেন তার বডিগার্ড ইয়াসিন চুকো। চুকো একজন সাবেক মার্কিন নেভি সিল সদস্য। অবসরে যাওয়ার আগে তিনি ইরাক ও আফগানিস্তানে কাজ করেছেন। বর্তমানে তিনি মেসির বডিগার্ড হিসেবে কাজ করছেন এবং বছরে প্রায় আড়াই লাখ ডলার বেতন পান।

একজন টিকটকার চুকোকে পলের চ্যালেঞ্জ সম্পর্কে অবহিত করলে, তিনি বলেন, “লোকটি কে, লিও তা জানেন না। সে যদি সত্যিই লড়াই করতে চায়, তবে আমার সঙ্গে লড়তে পারে। একজন ফুটবলারের বিরুদ্ধে কেন লড়বে!” কমব্যাট স্পোর্টসের এক্স হ্যান্ডল ‘হ্যাপি পাঞ্চ’-এ ভিডিওটি পোস্ট করা হলে এটি দ্রুত ছড়িয়ে পড়ে।

চুকোর এই চ্যালেঞ্জের পর লগান পল সরাসরি কোনো প্রতিক্রিয়া দেননি। তবে চুকো এখানেই থামেননি। দুই দিন আগে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করে তিনি বলেন, “শোনো, লোগান! রাস্তায় ও ইনস্টাগ্রামে প্রচুর বার্তা পেয়েছি এই লড়াই নিয়ে। আসো, মানুষের জন্য এই লড়াই করি। চলো এটা করি!”

লোগান সেই ভিডিওতে মন্তব্য করেন, “আমার ভাই অন্য কিছু ভেবেছিল।” উত্তরে চুকো বলেন, “কেন? ভয় পাচ্ছ? বড় বড় কথা বলে পিছু হটছ?”

ঘটনা এখানেই শেষ হয়নি। গত বুধবার রাতে ইউটিউবে নিজের সাপ্তাহিক ভিডিও ব্লগে লোগান পল এই বিষয়ে জবাব দেন। ভিডিওতে তাকে বক্সিং অনুশীলন করতে দেখা যায়। তখন কেউ একজন তাকে মেসির বডিগার্ডের চ্যালেঞ্জের কথা জানান।

এরপর লোগান একটি শর্তে চুকোর সঙ্গে লড়াইয়ে রাজি হয়ে বলেন, “তাকে আচরণ ঠিক করতে বলো। এমএমএতে খেলা কেউ ভাবছে সে বক্সিং করতে পারে। সে মনে করছে মেসির বডিগার্ড বলেই সে জিততে পারবে এবং মানুষের মনোযোগ কাড়তে পারবে।”

পল আরও বলেন, “আমি এখন পুয়ের্তো রিকোয় আছি। যদি তুমি আমাকে থামাতে চাও, তাহলে এখানে চলে আসো। কিন্তু যখন আমি তোমাকে হারাব, তখন তোমাকে প্রাইম পান করতে হবে!”

মেসিকেও খোঁচা দিতে ছাড়েননি লোগান। তিনি বলেন, “মেসির জন্য সত্যিই খারাপ লাগছে। কারণ সে মামলায় হেরে যাবে। হয়তো বডিগার্ডও হেরে যাবে। একজন ইউটিউবারের কাছে হেরে গেলে বডিগার্ড রাখার দরকার কী? বিশ্বকাপ ছাড়া তো সে সবকিছুই হারাচ্ছে!”

ইউএ / টিডিএস

You may also like