জোকোভিচ ভাঙলেন ফেদেরারের আরও একটি রেকর্ড

by Sports Desk

সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ এরই মধ্যে সুইস কিংবদন্তি রজার ফেদেরারের বহু রেকর্ড ভেঙেছেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে সেবাস্তিয়ান কোরদাকে ৬-৩, ৭-৬ গেমে পরাজিত করেছেন জোকোভিচ। ক্যারিয়ারের ১০০তম এটিপি শিরোপা জিততে এখন তিনি মাত্র দুই জয় দূরে।

মায়ামি ওপেনে সবচেয়ে বেশি বয়সি খেলোয়াড় হিসেবে কোনো এটিপি মাস্টার্স ১০০০ প্রতিযোগিতার সেমিফাইনালে উঠলেন নোভাক জোকোভিচ। ৩৭ বছর ১০ মাস বয়সে এই কীর্তি গড়েছেন সার্বিয়ান মহাতারকা। এই রেকর্ড গড়ার পথে তিনি ছাড়িয়ে গেছেন সুইস কিংবদন্তি রজার ফেদেরারকে। ২০১৯ সালে ফেদেরার ৩৭ বছর ৭ মাস বয়সে ইন্ডিয়ান ওয়েলস ও মায়ামি ওপেনের সেমিফাইনালে উঠেছিলেন।

শেষ আটে জয়লাভের পর দারুণ খুশি হয়েছেন পুরুষ এককে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্লামের মালিক নোভাক জোকোভিচ। জয় উদযাপন করতে দেখা গেছে তার এক সময়কার প্রতিদ্বন্দ্বী এবং বর্তমানে কোচ অ্যান্ডি মারে কে। সেমিফাইনালে বুলগেরিয়ার টেনিস তারকা গ্রিগর দিমিত্রভের বিপক্ষে খেলবেন জোকোভিচ।

ইউএ / টিডিএস

You may also like