রিশাদের কোচ হিসেবে ডমিঙ্গোর নিয়োগ

by Sports Desk

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫-এর আসরে লাহোর কালন্দার্সের প্রধান কোচ হওয়ার কথা ছিল ইংল্যান্ডের সাবেক পেসার ডারেন গফের। তবে ব্যক্তিগত কারণে আসর শুরুর আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তার পরিবর্তে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন রাসেল ডমিঙ্গো।

ডমিঙ্গো কোচিংয়ে যথেষ্ট অভিজ্ঞ। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে দীর্ঘ সময় কাজ করেছেন তিনি। বাংলাদেশে তার কোচিংয়ের সময় ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত ছিল, এরপর স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এরপর ক্লাব ক্রিকেটে কোচিং করানো শুরু করেন। এবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন সুযোগ পেলেন তিনি।

লাহোর কালন্দার্স আগামী ১১ এপ্রিল রাওয়ালপিন্ডিতে পিএসএলের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে। এই ম্যাচ দিয়েই পিএসএলে কোচ হিসেবে অভিষেক হবে ডমিঙ্গোর।

এছাড়া, লাহোর কালন্দার্সের হয়ে এবার মাঠে নামবেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। ফলে সাবেক বাংলাদেশ কোচ ডমিঙ্গোর অধীনে খেলার সুযোগ পাচ্ছেন রিশাদ।

You may also like