কোচের দায়িত্ব থেকে সরে গেলেন ওয়াল্টার

by Sports Desk

দক্ষিণ আফ্রিকার সীমিত ওভারের দলের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন রব ওয়াল্টার।

ওয়াল্টারের পথচলা থামল দুই বছরেই। চার বছরের চুক্তি থাকলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়ার কথা নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। তবে ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে দ্বিপাক্ষিক সিরিজে দলের ব্যর্থতা এবং দীর্ঘ ভ্রমণের ধকল তার সরে দাঁড়ানোর মূল কারণ।

Advertisements

ওয়াল্টারের অধীনেই প্রথমবার বিশ্বকাপের ফাইনালে পৌঁছায় দক্ষিণ আফ্রিকা। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারানোর সম্ভাবনা জাগিয়েও নাটকীয়ভাবে হেরে যায় তারা। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দলটি সেমি-ফাইনালে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতেও শেষ চারে পৌঁছায়।

তবে দ্বিপাক্ষিক সিরিজে দক্ষিণ আফ্রিকা সাফল্য পায়নি। ওয়াল্টারের কোচিংয়ে সাতটি ওয়ানডে সিরিজের তিনটিতে হারতে হয়েছে। পাকিস্তানের বিপক্ষে তারা প্রথমবারের মতো হোয়াইটওয়াশড হয়। আটটি টি-টোয়েন্টি সিরিজে কেবল একটি জিততে সক্ষম হয় প্রোটিয়ারা।

ওয়াল্টার খুব কম সময়ই পূর্ণ শক্তির দল পেয়েছেন। নিয়মিত ক্রিকেটারদের কখনও বিশ্রাম দেওয়া হয়েছে, কখনও তারা খেলেছেন ফ্র্যাঞ্চাইজি লিগে।

তাঁর বিদায়ের পর দক্ষিণ আফ্রিকার নতুন কোচ হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক স্পিনার রবিন পিটারসন। তার কোচিংয়ে এমআই কেপ টাউন ২০২৪ সালে এসএ টি-টোয়েন্টির শিরোপা জিতেছে। আরেক সম্ভাব্য প্রার্থী লাল বলের কোচ শুকরি কনরাড, যার অধীনে দক্ষিণ আফ্রিকা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে।

ইউএ / টিডিএস

You may also like