রোহিতকে ছাড়িয়ে বাবরকে এগিয়ে রাখলেন আমির

by Sports Desk

আধুনিক ক্রিকেটের দুই শীর্ষ ব্যাটার—ভারতের রোহিত শর্মা ও পাকিস্তানের বাবর আজম। রোহিত যেখানে ক্যারিয়ারের শেষপ্রান্তে, সেখানে বাবর এখনো মধ্যগগনে।

যদিও সাম্প্রতিক সময়ে দুজনই ফর্মহীনতায় ভুগছেন। ভারত-পাকিস্তানের ঐতিহ্যবাহী লড়াই শুধু দলীয় পর্যায়েই নয়, ক্রিকেটারদের মধ্যেও তুলনা চলে নিয়মিত। এবার সেই বিতর্কে যোগ দিলেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির।

Advertisements

২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে পাকিস্তানের ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন আমির। ম্যাচের শুরুতেই রোহিত শর্মা, বিরাট কোহলি ও শিখর ধাওয়ানের উইকেট তুলে নিয়ে ভারতকে বড় ধাক্কা দিয়েছিলেন তিনি। এবার সেই রোহিত-বাবরের তুলনাতেও নিজের মতামত জানালেন আমির।

সম্প্রতি এক আলোচনায় আমিরকে জিজ্ঞাসা করা হয়, রোহিত নাকি বাবর—কাকে আউট করা সহজ? উত্তরে কৌশলী ভঙ্গিতেই আমির বলেন, “অবশ্যই রোহিত শর্মাকে। কারণ সে সবসময় আক্রমণাত্মক খেলতে চায় এবং বোলারদের আউট করার সুযোগ দেয়।”

তার এই মন্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে চলছে বিতর্ক। প্রথম দৃষ্টিতে মনে হতে পারে তিনি বাবরের পক্ষেই কথা বলেছেন। তবে বাবরের অতিরিক্ত রক্ষণাত্মক ব্যাটিং নিয়ে চলমান সমালোচনার মাঝেই এই মন্তব্য অনেকের কাছে সূক্ষ্ম খোঁচা হিসেবেও ধরা পড়েছে।

ইউএ / টিডিএস

You may also like