রোহিত ছিটকে গেলেন মুম্বাই একাদশ থেকে

by Sports Desk

টসের সময় রোহিতের হাঁটুতে চোট পেয়ে না খেলার বিষয়টি নিশ্চিত করেন মুম্বাই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া।

শুক্রবার (৪ এপ্রিল) আইপিএলের ১৬তম ম্যাচে টস জিতে লখনৌ সুপার জায়ান্টসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক।

Advertisements

চলতি আসরে এটি মুম্বাইয়ের চতুর্থ ম্যাচ। তবে আগের তিন ম্যাচেই ব্যর্থ হয়েছেন ওপেনার রোহিত শর্মা। সবশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যক্তিগতভাবে তেমন ছন্দে ছিলেন না তিনি—৫ ম্যাচে করেছিলেন মাত্র ১৮০ রান। যদিও দলের চ্যাম্পিয়ন হওয়া সেই পারফরম্যান্সের খামতিকে আড়াল করে দেয়।

এই ম্যাচে রোহিত শর্মার খেলা নিয়ে আগে থেকেই ছিল অনিশ্চয়তা। ম্যাচের আগের দিন প্র্যাকটিসে চোট পান তিনি। তবে সেই চোট কতটা গুরুতর তা এখনও পরিষ্কার নয়। হার্দিক চোটের কথা স্বীকার করলেও অনেকের মনে প্রশ্ন—এটা কি কেবল চোট নাকি রোহিতকে একাদশ থেকে বাদ দেওয়ার কৌশল?

অন্যদিকে লখনৌ শিবিরেও চাপ কম নয়। অধিনায়ক ঋষভ পান্ত ব্যাটে ফর্মে নেই, আর দল তিন ম্যাচে কেবল একটিতে জয় পেয়েছে। নেতৃত্ব ও ব্যাটিং—দুই দিক থেকেই চাপে রয়েছেন তিনি। তবে বোলিং আক্রমণে কিছুটা স্বস্তি এসেছে। আজকের ম্যাচে লখনৌর হয়ে অভিষেক হয়েছে পেসার আকাশ দীপের, যিনি প্রত্যাশিতভাবেই জায়গা পেয়েছেন একাদশে।

ইউএ / টিডিএস

You may also like