নিউজিল্যান্ডের কাছে হারের পর আইসিসির শাস্তি পাকিস্তানের

by Sports Desk

নিউজিল্যান্ড সিরিজটা পাকিস্তানের জন্য রীতিমতো দুঃস্বপ্ন হয়ে উঠেছে। মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পাশাপাশি একের পর এক শাস্তির মুখে পড়েছে দলটি। সিরিজের তিনটি ওয়ানডেতেই স্লো ওভার রেটের কারণে আইসিসি থেকে পেয়েছে জরিমানার হ্যাটট্রিক।

সবশেষ, তৃতীয় ওয়ানডেতে এক ওভার কম বোলিং করায় পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ কেটে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ না করলে প্রতি ওভারের জন্য ম্যাচ ফি’র ৫ শতাংশ করে জরিমানা আরোপ করা হয়।

Advertisements

উক্ত ম্যাচে মাঠের আম্পায়ার ছিলেন ক্রিস ব্রাউন ও পল রাইফেল, তৃতীয় আম্পায়ার মাইকেল গফ এবং চতুর্থ আম্পায়ার ওয়েন নাইটস। অভিযোগের ভিত্তিতে শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি জেফ ক্রো। রিজওয়ান অভিযোগ মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।

মাউন্ট মঙ্গানুইয়ে অনুষ্ঠিত সেই ম্যাচে পাকিস্তানের সামনে ছিল হোয়াইটওয়াশ এড়ানোর শেষ সুযোগ। তবে বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ৪২ ওভারে। প্রথমে ব্যাটিং করে নিউজিল্যান্ড তোলে ২৬৪ রান, জবাবে পাকিস্তান থামে ২২১ রানে। ৪৩ রানে ম্যাচ হারিয়ে সিরিজে ৩-০ ব্যবধানে পরাজিত হয় তারা।

এর আগে প্রথম ওয়ানডেতে ম্যাচ ফির ১০ শতাংশ এবং দ্বিতীয় ওয়ানডেতে ৫ শতাংশ জরিমানা করা হয়েছিল পাকিস্তান দলকে। পুরো সফরজুড়েই হতাশাজনক পারফরম্যান্স দেখিয়েছে দলটি। টি-টোয়েন্টি ও ওয়ানডে মিলিয়ে ৮ ম্যাচে জয় এসেছে মাত্র একটিতে—তৃতীয় টি-টোয়েন্টিতে। বাকি সাত ম্যাচে কিউইদের কাছে বারবার হেরে হয়েছে আত্মবিশ্বাসে চরম ধাক্কা।

নিউজিল্যান্ডের মাটিতে এই ব্যর্থতা পাকিস্তানের জন্য বড় একটি প্রশ্নচিহ্নই রেখে গেল—আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকতা ফিরবে কবে?

You may also like