ডি ব্রুইনা খেলবেন মেসি-সুয়ারেজের মিয়ামিতে

by Sports Desk

চলতি মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণা দেওয়া কেভিন ডি ব্রুইনার ‘ডিসকভারি রাইটস’ নিয়েছে ইন্টার মিয়ামি।

এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) এ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে ৩৩ বছর বয়সী বেলজিয়াম তারকার। এমএলএসের নিয়ম অনুযায়ী, প্রতিটি ক্লাব তাদের ডিসকভারি তালিকায় সর্বোচ্চ পাঁচজন খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে পারে। এই তালিকায় থাকা কোনো খেলোয়াড়ের সাথে আলোচনা শুরু করার একমাত্র অধিকার তখন ওই ক্লাবেরই থাকে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ডি ব্রুইনা ঘোষণা দেন, চলতি মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছেড়ে যাবেন। ২০১৫ সাল থেকে ক্লাবটির সঙ্গে যুক্ত থাকা তিনি বর্তমানে প্রিমিয়ার লিগের চারবারের চ্যাম্পিয়ন দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তিনি ফ্রি এজেন্ট হিসেবে চলে যাবেন। মিয়ামি তার ডিসকভারি রাইটস নিয়ে প্রথমে ডি ব্রুইনার সাথে আলোচনা করার একচেটিয়া অধিকার পাবে অন্য কোনো এমএলএস ক্লাব এই সুযোগ পাবেনা।

গেল গ্রীষ্মে ডি ব্রুইনার এমএলএসে যোগ দেওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। সেসময় সান দিয়েগো এফসি তাকে সই করাতে চেয়েছিল, তবে ক্লাবটির বাজেট সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি। সান দিয়েগো এফসির স্পোর্টিং ডিরেক্টর টাইলার হিপস বলেছিলেন, “ওর (ডি ব্রুইনা) মজুরি আমাদের বাজেটের সাথে মেলেনি।”

ডি ব্রুইনা ১০ বছরের ম্যান সিটি ক্যারিয়ারে ৬টি প্রিমিয়ার লিগ শিরোপা, ৫টি কারাবাও কাপ, ২টি এফএ কাপ, ২টি কমিউনিটি শিল্ড এবং ১টি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন। মিয়ামির দলে মেসি, লুইস সুয়ারেজ, জর্দি আলবা ও সার্জিও বুসকেটসের মতো বিশ্ব তারকারা থাকায় ডি ব্রুইনার অভিজ্ঞতা দলের জন্য আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ইউএ / টিডিএস

You may also like