পিএসএল ফেলে আইপিএল, প্রোটিয়া নিষিদ্ধ

by Sports Desk

ড্রাফট থেকে করবিন বশকে দলে নিয়েছিল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি। তবে আইপিএলের শুরু আগে এক পেসার ইনজুরিতে পড়ায় হঠাৎ করেই তাকে দলে ডাকে মুম্বাই ইন্ডিয়ান্স। সেই সুযোগে চুক্তি ভেঙে আইপিএলে চলে যান বশ। এতে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে আইনি নোটিশ পাঠায়। এবার আরও বড় শাস্তি হিসেবে এক বছরের জন্য পিএসএলে নিষিদ্ধ করা হয়েছে এই দক্ষিণ আফ্রিকান পেস অলরাউন্ডারকে।

শুধু নিষেধাজ্ঞাই নয়, বশকে আর্থিক জরিমানাও গুণতে হয়েছে, যদিও সেই অঙ্ক গোপন রেখেছে পিএসএল কর্তৃপক্ষ। চুক্তির গোপনীয় শর্ত থাকার কারণেই বিষয়টি প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে পাকিস্তানি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন

পিসিবির এক বিবৃতিতে বশ দুঃখ প্রকাশ করে বলেছেন, “পিএসএল থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্তে আমি অত্যন্ত লজ্জিত। পাকিস্তান, পেশোয়ার জালমি ও সব ক্রিকেটপ্রেমীদের কাছে ক্ষমা চাইছি।”

পিএসএল এখন আন্তর্জাতিক অঙ্গনে জনপ্রিয় একটি টি-টোয়েন্টি লিগে পরিণত হয়েছে। ফলে দেশি-বিদেশি অনেক তারকা এই টুর্নামেন্টে খেলতে আগ্রহ দেখান। তবে সমস্যা দেখা দিয়েছে সময়সূচি নিয়ে—পিএসএল ও আইপিএল প্রায় একই সময়ে হওয়ায় বিদেশি খেলোয়াড়দের নিয়ে টানাপোড়েন তৈরি হয়। করবিন বশ সেই বিরল উদাহরণ, যিনি এক লিগে চুক্তি করেও আরেকটিতে খেলে ফেলেছেন।

তবে বশের মতে, মুম্বাই ইন্ডিয়ান্সের ডাক তার ক্যারিয়ারের জন্য অনেক বড় সুযোগ ছিল। আইপিএলে মুম্বাই কেবল শক্তিশালী দলই নয়, তাদের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও দল রয়েছে। এমন সুযোগ তার ভবিষ্যতের পথ খুলে দিতে পারে বলেও তিনি জানিয়েছেন।

এর আগে দক্ষিণ আফ্রিকার এসএ২০ লিগেও মুম্বাইয়ের ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে খেলেছিলেন বশ। তাই মুম্বাইয়ের সঙ্গে আরও আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার সুযোগও থাকছে তার সামনে।

বশ সরে দাঁড়ানোয় পেশোয়ার জালমি অস্ট্রেলিয়ান মিডল-অর্ডার ব্যাটার মিচেল ওয়েনকে দলে নেয়। যদিও পিএসএল ড্রাফটে কেউ তাকে নেয়নি, তবে সাম্প্রতিক বিগ ব্যাশে দুর্দান্ত পারফর্ম করে নজর কাড়েন তিনি—বিশেষ করে ফাইনালে যৌথভাবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে।

এদিকে, আজ (১১ এপ্রিল) পর্দা উঠছে পিএসএলের ১০ম আসরের। উদ্বোধনী ম্যাচে রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও দুইবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। মোট ৩৪টি ম্যাচ হবে চারটি ভেন্যুতে—রাওয়ালপিন্ডি, করাচি, মুলতান ও লাহোরে। ১৩ মে রাওয়ালপিন্ডিতে এবং ১৪ ও ১৬ মে লাহোরে হবে প্লে-অফ পর্বের ম্যাচগুলো। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ মে, লাহোরে।

অন্যদিকে, ২২ মার্চ থেকে শুরু হয়ে গেছে আইপিএলের ১৮তম আসর।

You may also like