ছক্কা–উইকেটের হিসাবে গাজায় অর্থসহায়তা দিচ্ছে রিজওয়ানরা

by Sports Desk

গাজায় অনাহারে থাকা ও আহত শিশুদের সহায়তায় মানবিক উদ্যোগ নিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল মুলতান সুলতান্স।

শনিবার (১২ এপ্রিল) দিবাগত রাতে নিজেদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া এক ঘোষণায় তারা জানায়, দলের প্রতিটি ছক্কা ও উইকেটের জন্য গাজার জন্য এক লাখ পাকিস্তানি রুপি (প্রায় ৪৩ হাজার টাকা) অনুদান দেওয়া হবে।

Advertisements

করাচি কিংসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে মোহাম্মদ রিজওয়ানের দল মুলতান। ম্যাচের টসেই এই বিশেষ ঘোষণা দেন অধিনায়ক রিজওয়ান। তিনি বলেন, ‘মুলতান সুলতান্সের পক্ষ থেকে আমি একটি ঘোষণা দিচ্ছি। আমাদের ক্রিকেটারদের মারা প্রতিটি চার, ছয় কিংবা উইকেট শিকারের জন্য আমরা ফিলিস্তিন ও গাজার শিশুদের জন্য কিছু বরাদ্দ করতে চাই।’ যদিও ওই মুহূর্তে আর্থিক অঙ্কটা জানাননি রিজওয়ান। মুলতান ফ্র্যাঞ্চাইজির এই মানবিক পদক্ষেপ ক্রিকেটভক্তদের কাছে বেশ প্রশংসা কুড়াচ্ছে।

যা স্পষ্ট হয় মুলতান সুলতান্সের মালিক আলি তারিনের এক ভিডিও বার্তায়। তিনি জানান, ‘এবারের পিএসএলে মুলতান সুলতান ফিলিস্তিনে দাতব্য সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আমাদের ক্রিকেটাররা এই উদ্যোগের অংশ হতে চাওয়ায় যখনই কোনো ব্যাটার ছয় হাঁকাবে তখনই ফিলিস্তিনের জন্য ১ লাখ রুপি বরাদ্দ হয়ে যাবে। একইভাবে বোলাররা উইকেট পেলেও প্রতিটির জন্য বরাদ্দ হবে সমপরিমাণ অর্থ। বিশেষত শিশুদের জন্য এসব অর্থ ব্যয় করা হবে।’

করাচি কিংসের বিপক্ষে ম্যাচে ৭টি ছক্কা ও ৬টি উইকেট শিকার করে গাজায় সহায়তার ঘোষিত অঙ্ক অনুযায়ী মোট ১.৫ মিলিয়ন পাকিস্তানি রুপি (প্রায় সাড়ে ৬ লাখ টাকা) দান করবে মুলতান সুলতান্স। ম্যাচের শেষে ফ্র্যাঞ্চাইজিটি এই অনুদান দেওয়ার কথা নিশ্চিত করে।

ইউএ / টিডিএস

You may also like