টেম্পারিং কাণ্ডে নিষিদ্ধ ওয়েস্ট ইন্ডিজ তারকা

by Sports Desk

ওয়েস্ট ইন্ডিজের সাবেক টেস্ট ক্রিকেটার ভিরাসামি পারমল ঘরোয়া ক্রিকেটে বল টেম্পারিংয়ের অভিযোগে বড় শাস্তির মুখে পড়েছেন। গায়ানা হার্পি ঈগলসের হয়ে খেলার সময় ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো রেড ফোর্সের বিপক্ষে ম্যাচে এই অনিয়ম করেন তিনি।

ম্যাচের প্রথম দিনেই পারমলের বিরুদ্ধে আচরণবিধির লেভেল ২ ভাঙার অভিযোগ আনা হয়, যার দায়ে তাকে ম্যাচ ফি-এর ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে। শুনানিতে তিনি নিজের দায় স্বীকার করেছেন।

পারমলের সঙ্গে একই অভিযোগে শাস্তি পেয়েছেন তার সতীর্থ কেভলন অ্যান্ডারসন। বল টেম্পারিংয়ের ঘটনায় তিনিও গুনেছেন বড় অঙ্কের জরিমানা।

এছাড়া, গায়ানার আরেক ক্রিকেটার রোনাল্ডো আলিমোহামেদ মাঠে অসদাচরণের কারণে শাস্তি পেয়েছেন। অভিযোগ, তিনি বল বা অন্য বস্তু আম্পায়ার বা খেলোয়াড়ের দিকে ছুড়ে মেরেছেন। প্রথমে অভিযোগ অস্বীকার করলেও পরে দোষী প্রমাণিত হন। আচরণবিধির ধারা ২.১–২.৫ এবং অনুচ্ছেদ ৩.৬ ভাঙার দায়ে তার ম্যাচ ফি-এর ৬৫ শতাংশ জরিমানা করা হয়েছে। শুরুতে এই অঙ্ক ছিল ৬০ শতাংশ, পরে বাড়ানো হয়।

তিনজনের মধ্যে পারমলই একমাত্র আন্তর্জাতিক ক্রিকেটার। ২০১২ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টেস্টে অভিষেক হয় তার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনি খেলেছেন ৯ টেস্ট, ৭ ওয়ানডে ও ১ টি-টোয়েন্টি। সর্বশেষ জাতীয় দলে ছিলেন ২০২২ সালে, ইংল্যান্ডের বিপক্ষে বার্মিংহ্যাম টেস্টে।

You may also like