রুতুরাজের পরিবর্তে ১৭ বছরের তরুণ আয়ুশ

by Sports Desk

আইপিএলে চেন্নাই সুপার কিংসের ব্যাটিং ইউনিটের অন্যতম স্তম্ভ ছিলেন রুতুরাজ গায়কোয়াড়। অধিনায়কত্বের দায়িত্বও ছিল তার কাঁধে। তবে মৌসুমের মাঝপথেই বড় ধাক্কা খেয়েছে দলটি—চোটের কারণে পুরো মৌসুম থেকেই ছিটকে গেছেন রুতুরাজ। বাধ্য হয়েই তার বিকল্প খুঁজতে হয়েছে চেন্নাইকে।

প্রথমদিকে সম্ভাব্য বদলি হিসেবে আলোচনায় ছিলেন ভারতের যুব বিশ্বকাপজয়ী তারকা পৃথ্বী শ। তবে শেষ পর্যন্ত চেন্নাই সুপার কিংস হাত বাড়িয়েছে আরেক তরুণের দিকে। মাত্র ১৭ বছর বয়সী আয়ুশ মহাত্রে এখন চেন্নাইয়ের হলুদ জার্সিতে খেলতে প্রস্তুত।

Advertisements

আয়ুশকে এক সপ্তাহের ট্রায়ালের জন্য ডেকেছিল দলটি। সেখানেই নজর কাড়েন তিনি। এরপরই তাকে দলে অন্তর্ভুক্ত করে চেন্নাই।

গত বছর ইরানি ট্রফির মাধ্যমে ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয় আয়ুশের। বয়স মাত্র ১৭ হলেও ইতোমধ্যেই রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন—লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ১৫০ রান করার রেকর্ড তার দখলে। রঞ্জি ট্রফিতে অভিষেক ম্যাচে বারোদার বিপক্ষে ৭১ বলে ৫২ রানের দায়িত্বশীল ইনিংস খেলে প্রমাণ দিয়েছেন নিজের সামর্থ্যের।

চেন্নাইয়ের ট্রায়ালে অন্যান্য বয়সভিত্তিক ক্রিকেটারদের তুলনায় আয়ুশ মহাত্রে ছিলেন অনেক বেশি পরিণত ও আত্মবিশ্বাসী। এই তরুণ প্রতিভাই এখন রুতুরাজের অনুপস্থিতিতে চেন্নাইয়ের ব্যাটিং লাইনআপে নতুন আশার আলো।

৩০ লাখ রুপির ভিত্তিমূল্যে আয়ুশ মহাত্রেকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। রুতুরাজ গায়কোয়াড়ের অনুপস্থিতিতে ব্যাটিং লাইনআপে নতুন সম্ভাবনার নাম হয়ে উঠতে পারেন আয়ুশ।

ইউএ / টিডিএস

You may also like