১২ লাখ রুপি জরিমানা অক্ষর প্যাটেলকে

by Sports Desk

স্লো ওভার-রেটের কারণে আইপিএল কর্তৃপক্ষ ১২ লাখ রুপি জরিমানা করেছে অক্ষর প্যাটেলকে।

আইপিএলে প্রথম হার পরবর্তী দুঃসংবাদ দিল্লি ক্যাপিটালসের জন্য এসেছে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হারের পর দলের অধিনায়ক অক্ষর প্যাটেলকে স্লো ওভার-রেটের জন্য ১২ লাখ রুপি জরিমানা করেছে।

Advertisements

আইপিএলের আচরণবিধি ধারা ২.২২ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বোলিং ইনিংস শেষ না হলে এই জরিমানা ধার্য করা হয়। অক্ষরের এটি ছিল মৌসুমের প্রথম স্লো ওভার-রেট ঘটনা তাই শাস্তি শুধু আর্থিক ছিল। তবে ভবিষ্যতে একই অপরাধ হলে শাস্তির পরিমাণ বৃদ্ধি পাবে।

এটি শুধু অক্ষর প্যাটেলের একক ঘটনা নয়। এর আগেও এই মৌসুমে একই অপরাধে জরিমানা গুনেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রজত পাতিদার, রাজস্থান রয়্যালসের রায়ান পারাগ ও সঞ্জু স্যামসন।

ইউএ / টিডিএস

You may also like