আর্জেন্টাইন জাদুতে শিরোপা দৌড়ে অ্যাতলেতিকো

by Sports Desk

স্প্যানিশ লা লিগার শিরোপা দৌড়ে শেষ পর্যন্ত অ্যাতলেতিকো মাদ্রিদ টিকে থাকতে পারবে কি না, তা এখনো অনিশ্চিত। পয়েন্ট টেবিলে বার্সেলোনার চেয়ে অনেকটাই পিছিয়ে আছে দিয়েগো সিমিওনের দল। তবে যতক্ষণ আশা আছে, ততক্ষণ লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতাই দেখাচ্ছে তারা।

সেই ধারাবাহিকতায় সোমবার রাতে রিয়াল ভায়াদোয়িদকে ৪-২ গোলে হারিয়েছে অ্যাতলেতিকো। আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ করেছেন জোড়া গোল, যার সুবাদে লিগে তৃতীয় স্থানে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে দলটি।

Advertisements

৩১ ম্যাচ শেষে অ্যাতলেতিকোর সংগ্রহ ৬৩ পয়েন্ট। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৭০, আর রিয়াল মাদ্রিদের ঝুলিতে আছে ৬৬ পয়েন্ট। অন্যদিকে, রিয়াল ভায়াদোয়িদ রয়েছে টেবিলের তলানিতে—তাদের সংগ্রহ মাত্র ১৬ পয়েন্ট।

ম্যাচ শেষে আলভারেজ বলেন, “এই জয়টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। এখন আমাদের সামনে লাস পালমাসের বিপক্ষে ম্যাচ, সেটাতেই পুরো মনোযোগ।”

হ্যাটট্রিকের সুযোগ ছিল আলভারেজের সামনে, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। এ নিয়ে তিনি বলেন, “হ্যাটট্রিক করার সুযোগ পেয়েছিলাম, তবে সবচেয়ে বড় বিষয় হলো দলের জয়। কখনো পরিস্থিতি কঠিন হয়, কিন্তু আমরা সেটা সামাল দিতে পারি।”

ম্যাচে শুরুটা ভালো করে সফরকারী ভায়াদোয়িদ। ২১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মামাদু সিলা। তবে ২৫তম মিনিটেই পেনাল্টি থেকে সমতা ফেরান আলভারেজ। এরপর ২৭ মিনিটে অ্যাতলেতিকোকে এগিয়ে দেন জিউলিয়ানো সিমিওনে। প্রথমার্ধেই আলভারেজ করেন নিজের দ্বিতীয় গোল, স্কোরলাইন দাঁড়ায় ৩-১।

দ্বিতীয়ার্ধে ভায়াদোয়িদের হয়ে ৫৬তম মিনিটে জাভি সানচেজ একটি গোল শোধ করলেও, ৭৯তম মিনিটে আলেকজান্ডার সোরলথ গোল করে অ্যাতলেতিকোর জয় নিশ্চিত করেন।

লা লিগায় শেষ পর্যন্ত শিরোপা না এলেও, অ্যাতলেতিকো এখনো লড়াই চালিয়ে যাচ্ছে গর্বের সঙ্গে।

You may also like