পিসিবির বিরুদ্ধে গিলেস্পির তীব্র অভিযোগ

by Sports Desk

পাকিস্তান টেস্ট দলের সাবেক প্রধান কোচ জেসন গিলেস্পি পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে বকেয়া পারিশ্রমিকসহ একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন।

অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার জানিয়েছেন, পাকিস্তানের কোচ হিসেবে নয় মাস দায়িত্ব পালন করলেও এখনো পর্যন্ত প্রাপ্য বেতন পাননি তিনি। ২০২৩ সালের এপ্রিল মাসে পিসিবির সঙ্গে যুক্ত হন গিলেস্পি কিন্তু মতবিরোধের কারণে বছরের শেষ দিকে ডিসেম্বরেই পদত্যাগ করেন। এরপর থেকেই বোর্ডের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে আসছেন তিনি।

Advertisements

সম্প্রতি এক স্থানীয় ক্রীড়া মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গিলেস্পি বলেন, “হ্যাঁ, বিস্তারিত না বললেও এটুকু বলি এখনো সেই কাজের পারিশ্রমিক পাওয়ার অপেক্ষায় আছি। আশা করি বিষয়টি শিগগিরই মীমাংসা হবে।”

তিনি আরও যোগ করেন, “এটা অবশ্যই কিছুটা হতাশাজনক, তবে আমি আশাবাদী যে খুব শিগগিরই এটা সমাধান হবে।”

এর আগেও এক সাক্ষাৎকারে গিলেস্পি জানান, পাকিস্তানে কাজ করার অভিজ্ঞতা তার কোচিংয়ের প্রতি ভালোবাসায় নেতিবাচক প্রভাব ফেলেছে। অকপটে তিনি বলেন, “পাকিস্তানে কাজের অভিজ্ঞতা আমার কোচিংয়ের প্রতি ভালোবাসাকে নষ্ট করেছে এটা আমি অকপটে বলছি। আশা করি সময়ের সঙ্গে সেটা ফিরে পাব কিন্তু এটা আমার জন্য বড় একটা ধাক্কা ছিল।”

গিলেস্পির অভিযোগের তালিকায় রয়েছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও রাজনীতির প্রসঙ্গও। বিশেষ করে সাদা বলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ আকিব জাভেদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে তিনি বলেন, “সে (আকিব জাভেদ) ছিল একেবারে কৌতুকপূর্ণ একজন মানুষ। অভ্যন্তরীণ রাজনীতি আর দলীয় সমন্বয়ের অভাব পুরো কাজটাকেই অসহনীয় করে তুলেছিল।”

ইউএ / টিডিএস

You may also like