ইনজুরিতে মাঠে ফেরা পিছালো স্যামসনের

by Sports Desk

চোট পুরোপুরি না সারায় মাঠে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো সাঞ্জু স্যামসনের।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) আইপিএলের পরবর্তী ম্যাচেও অধিনায়ককে পাচ্ছে না রাজস্থান রয়্যালস। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে রাজস্থান। ম্যাচটি খেলতে সোমবার বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দিলেও দলের সঙ্গে ছিলেন না স্যামসন।

Advertisements

এক বিবৃতিতে রাজস্থান রয়্যালস জানিয়েছে, তলপেটের চোট থেকে এখনো সেরে ওঠেননি স্যামসন। ফলে বেঙ্গালুরু ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি তাকে। তিনি জয়পুরেই থেকে যাবেন এবং পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন। কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন সে বিষয়ে কিছু জানায়নি ফ্র্যাঞ্চাইজি।

গত বুধবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ব্যাটিংয়ের সময় এই চোট পেয়েছিলেন স্যামসন। ৩১ রান করে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। এরপর লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষেও খেলতে পারেননি এই উইকেটকিপার-ব্যাটসম্যান। তার অনুপস্থিতিতে রাজস্থানকে নেতৃত্ব দেন তরুণ রিয়ান পারাগ।

স্যামসনের না থাকায় সুযোগ পান বৈভাব সুরিয়াভানশি যিনি গড়েছেন ইতিহাস। মাত্র ১৪ বছর ২৩ দিন বয়সে আইপিএলে অভিষেক করে হয়ে ওঠেন টুর্নামেন্টের সর্বকনিষ্ঠ খেলোয়াড়। অভিষেক ম্যাচেই প্রথম বলে ছক্কা হাঁকিয়ে নজর কাড়েন তিনি। ২০ বলের ঝড়ো ইনিংসে ৩ ছক্কা ও ২ চারে করেন ৩৪ রান।

স্যামসনের ফেরায় অনিশ্চয়তা থাকায় বেঙ্গালুরুর বিপক্ষেও সুরিয়াভানশির খেলার সম্ভাবনা উজ্জ্বল।

এদিকে চলতি আইপিএলে রাজস্থানের পারফরম্যান্স খুব একটা সন্তোষজনক নয়। আট ম্যাচে মাত্র দুই জয় নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে।

ইউএ / টিডিএস

You may also like