পাকিস্তানের সঙ্গে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করার দাবি সৌরভের

by Sports Desk

ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতা বহুদিন ধরেই ক্রিকেটকে প্রভাবিত করে আসছে। ২০১৩ সালের পর থেকে দুই দেশের মধ্যে আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। তবে সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর এই বৈরিতা আরও তীব্র রূপ নিয়েছে। এমন পরিস্থিতিতে মুখ খুলেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

সৌরভের মতে, এই হামলার পর পাকিস্তানের সঙ্গে ভারতের সব ধরনের সম্পর্ক ছিন্ন করা উচিত। যদিও দ্বিপাক্ষিক সিরিজ বহুদিন ধরেই হচ্ছে না আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে এখনও মুখোমুখি হচ্ছে দুই দল। তবে সৌরভ মনে করেন যদি ভারত ভবিষ্যতে এমন টুর্নামেন্টেও পাকিস্তানের বিপক্ষে না খেলতে চায় সেটি পুরোপুরি সমর্থনযোগ্য।

কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৌরভ বলেন, ‘১০০ ভাগ, এটা (পাকিস্তানের সম্পর্ক ছিন্ন) করা উচিত। কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। এটা কোনো তামাশা নয় যে বছর বছর এ রকম ঘটনা ঘটে চলবে।’

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সাবেক এই সভাপতি আরও বলেন, ‘বর্তমান বিসিসিআইয়ের কমিটি পাকিস্তানের সঙ্গে আইসিসি টুর্নামেন্টের গ্রুপ পর্বে না খেলার চেষ্টা চালালে সেটি ভুল হবে না, ‘বোর্ড (আইসিসিকে) চিঠি দিলে ঠিক করবে। সন্ত্রাসবাদ কখনোই মেনে নেওয়া যায় না।’

এ ঘটনার আগেও পাকিস্তানে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আপত্তি জানিয়েছিল ভারত। ফলে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে হাইব্রিড মডেলে। সামনে নারীদের ওয়ানডে বিশ্বকাপ, যার আয়োজক ভারত। তবে পাকিস্তান ইতোমধ্যে জানিয়ে দিয়েছে তারা ভারতে খেলতে যাবে না।

ইউএ / টিডিএস

You may also like