বড় ধরনের শাস্তি পেতে পারেন রুডিগার

by Sports Desk

লাল কার্ড, বাতিল হওয়া পেনাল্টি, আর অতিরিক্ত সময়ে গড়ানো উত্তেজনা—সবকিছুই ছিল কোপা দেল রে’র এল ক্লাসিকো ফাইনালে। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ম্যাচে উত্তাপের কোনো ঘাটতি ছিল না। দে লা কার্তুহার ফাইনালে রেফারির বিতর্কিত ভূমিকা নিয়েও আগে থেকেই ছিল ব্যাপক আলোচনা, যা শেষ পর্যন্ত তিনটি লাল কার্ডের নাটকীয় পরিণতিতে গড়ায়।

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ফ্রি-কিক না পাওয়ায় রেফারির প্রতি ক্ষুব্ধ হয়ে তেড়ে যান রিয়ালের ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগার। এমনকি অভিযোগ উঠেছে, রেফারির দিকে কিছু একটা ছুড়ে মারারও। স্প্যানিশ গণমাধ্যমের দাবি, ডাগআউটের বরফের টুকরা ছুড়ে মারা হয়েছিল রেফারির দিকে।

রুডিগারের রাগ এতটাই তীব্র ছিল যে, রিয়াল মাদ্রিদের পাঁচজন স্টাফ সদস্যকে তাকে ঠেকাতে হিমশিম খেতে হয়। তার এই উত্তেজনার ফলেই তিনি সরাসরি লাল কার্ড দেখেন। তারপরেও রুডিগার মাঠ ছাড়তে অস্বীকৃতি জানান। এ সময় গোলরক্ষক আন্দ্রেই লুনিন এবং কোচ লুইস ইয়োপিসকেও মাঠ ছাড়তে বলা হয়।

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রুডিগারের এমন আগ্রাসী আচরণের জন্য বড় শাস্তি অপেক্ষা করছে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি ঘটনার তদন্ত করে দ্রুতই সিদ্ধান্ত নেবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রুডিগার ন্যূনতম ১২ ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে পারেন।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী, রেফারিকে আঘাত করার সর্বোচ্চ শাস্তি ১২ ম্যাচের নিষেধাজ্ঞা। তবে তদন্তে যদি তার আচরণে ‘আগ্রাসন’ প্রমাণিত হয়, তাহলে শাস্তির মেয়াদ আরও দীর্ঘ হতে পারে।

You may also like