লা লিগার এক উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত কোনোমতে জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ।
রবিবার (৪ মে) সান্তিয়াগো বার্নাব্যুতে সেল্টা ভিগোর বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে গিয়েও ৩-২ ব্যবধানে কষ্টার্জিত জয় পায় কার্লো আনচেলত্তির শিষ্যরা।
এই জয়ে ৩৪ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে চার করেছে রিয়াল মাদ্রিদ।
ম্যাচের ৩৩তম মিনিটে প্রথম গোলটি করেন তরুণ মিডফিল্ডার গিলার। এরপর মাত্র ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। বিরতির পর ৪৮তম মিনিটে আরও একটি গোল করে রিয়ালকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন এমবাপ্পে।
তবে এগিয়ে গিয়েও রক্ষণে ভাঙন ধরে রিয়ালের। ৬৯তম মিনিটে হাভি রদ্রিগেস এবং ৭৬তম মিনিটে উইলট সুইডবার্গের গোলে ম্যাচে ফেরে সেল্টা ভিগো। শেষ সময়ে সফরকারীদের একের পর এক আক্রমণে চাপে পড়ে যায় রিয়াল। তবে গোলরক্ষক থিবো কোর্তোয়া ও রক্ষণভাগের দৃঢ়তায় তিন পয়েন্ট নিশ্চিত করে মাঠ ছাড়ে তারা।
ম্যাচে রিয়াল মাদ্রিদ মোট ১৭টি শট নেয়, যার মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। অন্যদিকে সেল্টা ভিগো নেয় ১৪টি শট। এর মধ্যে ৭টি লক্ষ্যে ছিল। বল দখলের হিসাবেও পিছিয়ে ছিল না সেল্টা; প্রায় ৪৬ শতাংশ সময় বল ছিল তাদের নিয়ন্ত্রণে।
এই জয়ে রিয়ালের সংগ্রহ দাঁড়াল ৩৪ ম্যাচে ২৩ জয় ও ৬ ড্রয়ে ৭৫ পয়েন্ট। সমান ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।
ইউএ / টিডিএস