নিষেধাজ্ঞা শেষে মাঠে ফিরছেন রাবাদা

by Sports Desk

আচমকাই আইপিএল ছেড়ে দেশে ফিরে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। গুজরাট টাইটান্স কিংবা রাবাদার পক্ষ থেকে তখন জানানো হয়নি, কেন হঠাৎ করে এই সিদ্ধান্ত। প্রায় এক মাস পর নীরবতা ভেঙে বিষয়টি প্রকাশ্যে আনেন রাবাদা নিজেই।

তিনি জানান, ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় ক্রিকেট থেকে সাময়িক নিষেধাজ্ঞায় পড়েছিলেন। জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার এসএ২০ লিগে এমআই কেপ টাউনের হয়ে খেলতে গিয়ে তার দেহে নিষিদ্ধ মাদকের উপস্থিতি ধরা পড়ে। রাবাদা জানান, সেটি পারফরম্যান্স বাড়ানোর কোনো উপাদান ছিল না, বরং ব্যক্তিগত বিনোদনের জন্যই তা গ্রহণ করেছিলেন।

Advertisements

এই ব্যাখ্যার ভিত্তিতেই তার তিন মাসের নিষেধাজ্ঞা কমিয়ে এক মাসে আনা হয়। সময় পূর্ণ হওয়ায় এখন তিনি সব ধরনের ক্রিকেটে ফিরতে প্রস্তুত। ফলে আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামতে পারেন রাবাদা।

এ বিষয়ে নিজের বক্তব্যে রাবাদা বলেন, “ব্যক্তিগত কারণে আমি আইপিএল থেকে দেশে ফিরি। বিনোদনমূলক মাদক গ্রহণ করায় আমার ডোপ টেস্টে পজিটিভ এসেছে, এর জন্য আমি দুঃখিত। ক্রিকেট আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, তাই নিষেধাজ্ঞা মেনে নিয়েই আবার ফিরতে মুখিয়ে আছি।”

You may also like