ব্রাজিলের কোচ হয়ে যাচ্ছেন আনচেলত্তি

by Sports Desk

অবশেষে নাটকের শেষ বুঝি হতেই যাচ্ছে। ব্রাজিলের কোচের পদে কার্লো আনচেলত্তি যাবেন কি না, সেটা নিয়ে গেল এক সপ্তাহের বহু আলোচনা-সমালোচনার শেষটা এবার হয়ত সত্যিই হচ্ছে। রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের কারণে যে আলোচনা প্রায় থেমেই গিয়েছিল, সেটাই আবার নতুন রূপ পেয়েছে।

আর এবারে বেশ নমনীয় অবস্থানে আছে রিয়াল মাদ্রিদ। চাইলে কার্লো আনচেলত্তি মৌসুম শেষ হওয়ার আগেই লস ব্লাঙ্কোসদের ডেরা ছেড়ে যেতে পারবে, এমন অবস্থানও তৈরি হয়েছে ক্লাবের মাঝে। ঠিক কোন শর্তে এই সমঝোতা হয়েছে তা জানা যায়নি। তবে দ্য অ্যাথলেটিকের ভাষ্য, রিয়াল মাদ্রিদ এবং আনচেলত্তি দুই পক্ষই মৌখিকভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।

Advertisements

আগামী রোববার বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোর পরপরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে এই বিষয়ে। তবে সত্যিই মৌসুম শেষের আগেই আনচেলত্তি রিয়াল মাদ্রিদ ছেড়ে যাবেন কি না, তা নিয়ে আছে আলোচনা।

সম্প্রতি সূত্রের বরাতে সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছিল, আনচেলত্তি কোচ করে আনার জন্য সময়সীমা বাড়িয়ে আরেকটি ডেডলাইন ঠিক করেছে সিবিএফ (ব্রাজিল ফুটবল কনফেডারেশন)। সিবিএফ চায়– আগামী ২৬ মে’র মধ্যে তাদের নতুন কোচ নিয়োগ দিতে। কারণ জুনের শুরুতেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তাদের নামতে হবে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে। সে কারণে আগেভাগেই স্কোয়াড ঘোষণা করতে হবে ব্রাজিলসহ বাকি দলগুলোকে।

এরপরেই কার্লো আনচেলত্তি জানান, ‘আমি পরিষ্কার করে বলতে পারি– এই ক্লাব, এর সব খেলোয়াড় এবং সমর্থকদের আমি খুব ভালোবাসি, তাদের প্রতি আমার যথেষ্ট সম্মানও আছে। আমি আমার ভবিষ্যৎ নিয়ে (চলতি মে মাসের) ২৫ তারিখের পর কথা বলব, তার আগে নয়। আগামী ২৫ মে’র পর কী হবে, সেই বিষয়ে কোনো প্রশ্নের উত্তর এখন আমার দেওয়ার দরকার নেই।’

শেষ পর্যন্ত দুইয়ে-দুইয়ে চার ঠিকই হচ্ছে। সব ধোঁয়াশা কাটিয়ে ব্রাজিলেই যাচ্ছেন কার্লো আনচেলত্তি। আর রিয়াল মাদ্রিদও হয়ত নতুন মৌসুমের আগেই নিয়ে আসবে তাদের নতুন কোচ। আর সেই দৌড়ে সবার চেয়ে এগিয়ে রিয়ালেরই সাবেক তারকা এবং লেভারকুসেন কোচ জাবি আলোনসো।

You may also like