নিউমোনিয়ায় প্রাণ গেল বিশ্বজয়ী ফুটবলারের

by Sports Desk

আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার ও ১৯৭৮ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য লুইস গালভান আর নেই। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগে ৭৭ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন তিনি। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কর্দোভার একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি কয়েক সপ্তাহ ধরে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

লুইস গালভান ১৯৭০ সালে পেশাদার ফুটবলে পা রাখেন। আর্জেন্টিনার বিভিন্ন ক্লাবে দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে খেলেছেন তিনি। ক্যারিয়ারের শেষ দিকে কিছু সময় বলিভিয়ার একটি ক্লাবেও খেলেছিলেন।

জাতীয় দলের জার্সিতে তার অভিষেক ঘটে ১৯৭৫ সালে। সে বছরই তিনি অংশ নেন প্যান আমেরিকান গেমসে। ১৯৭৮ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিটি ম্যাচে অংশ নিয়ে দলের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এরপর ১৯৮২ বিশ্বকাপে আবারও স্কোয়াডে থাকলেও দল তেমন সাফল্য পায়নি। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ১৯৮৩ সালে এবং ১৯৮৭ সালে সম্পূর্ণভাবে অবসর নেন পেশাদার ফুটবল থেকে।

You may also like